মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৮- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা
হাদীস নং: ৫৫০৯
- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা
প্রথম অনুচ্ছেদ - কিয়ামত নিকটবর্তী হওয়া এবং যে ব্যক্তি মৃত্যুবরণ করল তখন হতেই তার কিয়ামত সংঘটিত হয়ে গেল।
৫৫০৯। শো'বা কাতাদাহ্ হইতে তিনি হযরত আনাস (রাঃ) হইতে বর্ণনা করেন। তিনি বলেন, রাসুলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ আমি ও কিয়ামত এই দুইটি অঙ্গুলীর ন্যায় প্রেরিত হইয়াছি। শো'বা বলেন, আমি কাতাদাকে বলিতে শুনিয়াছি, তিনি এই হাদীসটির ব্যাখ্যা প্রসঙ্গে বলিয়াছেন, যেমন মধ্যমা ও তর্জনী (শাহাদত) অঙ্গুলীর মধ্যে একটি আরেকটি হইতে কিছু বর্ধিত। অতঃপর শো'বা বলেন, আমি বলিতে পারি না, এই ব্যাখ্যাটি কি কাতাদাহ্ হযরত আনাস (রাঃ) হইতে শুনিয়া বলিয়াছেন, নাকি কাতাদাহ নিজেই বলিয়াছেন।মোত্তাঃ
كتاب الفتن
بَابُ قُرْبِ السَّاعَةِ وَأَنَّ مَنْ مَاتَ فَقَدْ قَامَت قِيَامَته: الْفَصْل الأول
عَن شعبةَ عَن قَتَادَة عَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «بُعِثْتُ أَنَا وَالسَّاعَةُ كَهَاتَيْنِ» . قَالَ شُعْبَةُ: وَسَمِعْتُ قَتَادَةَ يَقُولُ فِي قَصَصِهِ كفصل إِحْدَاهُمَا عَلَى الْأُخْرَى فَلَا أَدْرِي أَذَكَرَهُ عَنْ أنس أَو قَالَه قَتَادَة؟ مُتَّفق عَلَيْهِ
হাদীসের ব্যাখ্যা:
রাসূলুল্লাহ্ (ﷺ) হইলেন নবী আগমনের সিলসিলায় সর্বশেষ নবী এবং তাহার আগমন হইয়াছে দুনিয়ার শেষ লগ্নে। অর্থাৎ, তাঁহার পরই কিয়ামত সংঘটিত হইবে। উক্ত অঙ্গুলী দুইটির মধ্যে যে স্বল্প ব্যবধান রহিয়াছে, তাঁহার পরে কিয়ামত আগমনের ব্যবধানও ঠিক সেই স্বল্প পরিমাণের প্রতি হাদীসে ইঙ্গিত করা হইয়াছে।