মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৮- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা

হাদীস নং: ৫৫০৮
- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা
তৃতীয় অনুচ্ছেদ -‘ঈসা আলায়হিস সালাম-এর অবতরণ
৫৫০৮। হযরত আব্দুল্লাহ্ ইবনে আমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ হযরত ঈসা ইবনে মারইয়াম (আঃ) যমীনে অবতরণ করিবেন, ইহার পর তিনি বিবাহ করিবেন এবং তাঁহার সন্তানাদিও জন্ম লাভ করিবে এবং তিনি পঁয়তাল্লিশ বৎসর অবস্থান করিবেন। অতঃপর তিনি ইন্তেকাল করিবেন। তাঁহাকে আমার সঙ্গে আমার কবরের সাথে দাফন করা হইবে। কিয়ামতের দিন আমি ও ঈসা ইবনে মারইয়াম একই কবরস্থান হইতে আবু বকর ও উমরের মধ্যখান হইতে উত্থিত হইব। —ইবনে জাওযী তাঁহার আল-ওয়াফা' গ্রন্থে
كتاب الفتن
اَلْفصْلُ الثَّالِثُ
عَن عبد الله بن عَمْرو قا ل: قا ل رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَنْزِلُ عِيسَى بن مَرْيَمَ إِلَى الْأَرْضِ فَيَتَزَوَّجُ وَيُولَدُ لَهُ وَيَمْكُثُ خَمْسًا وَأَرْبَعِينَ سَنَةً ثُمَّ يَمُوتُ فَيُدْفَنُ مَعِي فِي قَبْرِي فأقوم أَنا وَعِيسَى بن مَرْيَمَ فِي قَبْرٍ وَاحِدٍ بَيْنَ أَبَى بَكْرٍ وَعُمَرَ» . رَوَاهُ ابْنُ الْجَوْزِيِّ فِي كِتَابِ الْوَفَاءِ

হাদীসের ব্যাখ্যা:

হুযূর (ﷺ)-এর রওযা শরীফের মধ্যে অদ্যাবধি একটি কবরের জায়গা খালি রহিয়াছে। সেই খালি স্থানটিতেই হযরত ঈসা (আঃ)-কে দাফন করা হইবে। মুসলিম শরীফের হাদীসে রহিয়াছে যে, হযরত ঈসা যমীনে অবতরণ করার পর সাত বৎসর অবস্থান করিবেন এবং অন্যান্য রেওয়ায়তে প্রমাণিত যে, তাঁহাকে তেত্রিশ বৎসর বয়সে আসমানে উঠান হইয়াছে। এবং পৃথিবীতে মোট ৪০ বৎসর বয়স পূর্ণ হওয়ার পর তিনি ইন্তেকাল করিবেন। ইহাই অধিক নির্ভরযোগ্য।
tahqiqতাহকীক:তাহকীক চলমান