মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৮- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা

হাদীস নং: ৫৫০৫
- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা
প্রথম অনুচ্ছেদ -‘ঈসা আলায়হিস সালাম-এর অবতরণ
৫৫০৫। হযরত আবু হোরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন সেই সত্তার কসম যাঁহার হাতে আমার প্রাণ। অচিরেই ইবনে মারইয়াম ন্যায়পরায়ণ শাসক হিসাবে তোমাদের মধ্যে অবতরণ করিবেন। তিনি (খৃষ্টান ধর্মের প্রতীক) শুলি ভাঙ্গিয়া ফেলিবেন, শূকর হত্যা করিবেন, জিযিয়া প্রথা বিলুপ্ত করিবেন (অর্থাৎ, ইসলাম গ্রহণ ব্যতীত অন্য কিছু গ্রহণ করা হইবে না) এবং মাল-সম্পদের এত প্রাচুর্য হইবে যে, কেহই উহা কবুল করিবে না। সেই সময় একটি সজদা দুনিয়া ও দুনিয়ার মধ্যে যাহাকিছু আছে তাহা অপেক্ষা অধিক উত্তম হইবে। (অর্থাৎ, মানুষ তখন এবাদতমুখী হইয়া যাইবে।) অতঃপর আবু হোরায়রা (রাঃ) বলেন, যদি তোমরা চাও (তবে প্রমাণ হিসাবে) এই আয়াতটি পাঠ কর—
وَ اِنۡ مِّنۡ اَهۡلِ الۡکِتٰبِ اِلَّا لَیُؤۡمِنَنَّ بِهٖ قَبۡلَ مَوۡتِهٖ (অর্থাৎ, হযরত ঈসা (আঃ)-এর ওফাতের পূর্বে প্রতিটি আহলে কিতাব তাহার উপরে ঈমান আনিবে )। মোত্তাঃ
كتاب الفتن
بَاب نزُول عِيسَى عَلَيْهِ السَّلَام: الْفَصْل الأول
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَالَّذِي نَفْسِي بِيَدِهِ ليوشكَنَّ أَن ينزلَ فِيكُم ابنُ مَرْيَم حكَمَاً عَدْلًا فَيَكْسِرُ الصَّلِيبَ وَيَقْتُلُ الْخِنْزِيرَ وَيَضَعُ الْجِزْيَةَ وَيَفِيضُ الْمَالُ حَتَّى لَا يَقْبَلَهُ أَحَدٌ حَتَّى تكون السَّجْدَة الْوَاحِدَة خيرامن الدُّنْيَا وَمَا فِيهَا» . ثُمَّ يَقُولُ أَبُو هُرَيْرَةَ: فاقرؤا إِن شئْتم [وإِنْ من أهل الْكتاب إِلاّ ليُؤْمِنن بِهِ قبل مَوته] الْآيَة. مُتَّفق عَلَيْهِ



متفق علیہ ، رواہ البخاری (2222) و مسلم (242 / 155)، (389 و 390) ۔

(مُتَّفَقٌ عَلَيْهِ)

হাদীসের ব্যাখ্যা:

আহলে সুন্নত ওয়াল জামাতের আকীদা হইল, হযরত ঈসা (আঃ) বর্তমানে জীবিত অবস্থায় আসমানে আছেন এবং কিয়ামতের নিকটবর্তী যমানায় তিনি এই দুনিয়াতে অবতরণ করিবেন। দাজ্জালের আবির্ভাব, ইমাম মাহ্দীর আত্মপ্রকাশ ইত্যাদি কুরআন, হাদীস ও এজ্‌মায়ে উম্মত দ্বারা প্রমাণিত। ইহার কোন একটিকে অস্বীকারকারী কাফের হইয়া যাইবে। আল্লামা ইবনে কাসীর ও ইবনে হাজার আস্কালানী বলিয়াছেন, উল্লিখিত বিষয়াদি সম্পর্কিত হাদীসসমূহ মুতাওয়াতির পর্যায়ে পৌঁছিয়াছে। অতএব, ইহুদী ও খৃষ্টান সম্প্রদায় যে আকীদা পোষণ করে – (যীশু) তথা হযরত ঈসা (আঃ)-কে শূলে বিদ্ধ করা হইয়াছে, তাহা সম্পূর্ণ ভ্রান্ত ও মিথ্যা। দুঃখের বিষয় যে, পাশ্চাত্য জগতের মিথ্যা প্রোপাগান্ডার শিকার হইয়া এক শ্রেণীর লোক কুরআন ও হাদীস হইতে অনভিজ্ঞতার কারণে সেই ভ্রান্ত আকীদার অনুসরণ করিতেছে। আল্লাহ্ তাহাদিগকে সহীহ্ ও সঠিক পথের সন্ধান দান করুন।

হযরত ঈসা (আঃ)-এর আগমনের পর 'ইসলাম' ব্যতীত অন্য কোন দ্বীন বা দ্বীনের অনুসারী থাকিবে না।
tahqiqতাহকীক:তাহকীক চলমান