মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৮- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা

হাদীস নং: ৫৪৯৯
- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা
প্রথম অনুচ্ছেদ - ইবনু সাইয়্যাদ-এর ঘটনা
৫৪৯৯। হযরত ইবনে উমর (রাঃ) বলেন, একদা আমি ইবনে ছাইয়্যাদের সহিত সাক্ষাৎ করিলাম, দেখিলাম তাহার চক্ষু ফোলা ফোলা। আমি জিজ্ঞাসা করিলাম, কখন হইতে তোমার চক্ষুর এই অবস্থা, যাহা আমি দেখিতেছি। সে বলিল, আমি জানি না। তখন আমি বলিলাম, তুমি জান না অথচ উহা তোমার মাথায় রহিয়াছে? তখন সে বলিল, যদি আল্লাহ্ ইচ্ছা করেন, তবে তিনি তোমার লাঠির মধ্যেও দৃষ্টিশক্তি সৃষ্টি করিতে সক্ষম। ইবনে উমর (রাঃ) বলেন, অতঃপর আমি তাহার নাকের ছিদ্র হইতে গাধার আওয়াযের চাইতেও বিকট আওয়াজ শুনিতে পাই। —মুসলিম
كتاب الفتن
وَعَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: لَقِيتُهُ وَقَدْ نَفَرَتْ عَيْنُهُ فَقُلْتُ: مَتَى فَعَلَتْ عَيْنُكَ مَا أَرَى؟ قَالَ: لَا أَدْرِي. قُلْتُ: لَا تَدْرِي وَهِيَ فِي رَأْسِكَ؟ قَالَ: إِنْ شَاءَ اللَّهُ خَلَقَهَا فِي عَصَاكَ. قَالَ: فَنَخَرَ كأشد نخير حمَار سَمِعت. رَوَاهُ مُسلم

হাদীসের ব্যাখ্যা:

অর্থাৎ, কোন বস্তুর মধ্যে কোন বিশেষ গুণ হঠাৎ করিয়া সৃষ্টি হওয়া আশ্চর্যের কিছু নহে, আল্লাহ্ যখন যাহা ইচ্ছা করেন, তখনই তাহা করিতে পারেন। তদ্রূপ আমার চক্ষুর ব্যাপারেও তাহাই হইয়াছে
tahqiqতাহকীক:তাহকীক চলমান