মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৮- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা

হাদীস নং: ৫৫০০
- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা
প্রথম অনুচ্ছেদ - ইবনু সাইয়্যাদ-এর ঘটনা
৫৫০০। মুহাম্মাদ ইবনুল মুনকাদির বলেন, আমি হযরত জাবের ইবনে আব্দুল্লাহকে দেখিয়াছি, তিনি আল্লাহর কসম করিয়া বলিতেন যে, ইবনে ছাইয়্যাদই দাজ্জাল। তখন আমি বলিলাম, আপনি আল্লাহর কসম করিয়া বলিতেছেন ? জবাবে তিনি বলিলেন, আমি হযরত উমর (রাঃ)-কে এই সম্পর্কে নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে কসম করিয়া বলিতে শুনি য়াছি, অথচ নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহাতে কোন আপত্তি করেন নাই। —মোত্তাঃ
كتاب الفتن
وَعَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ قَالَ: رَأَيْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ يَحْلِفُ بِاللَّهِ أَنَّ ابْنَ الصَّيَّادِ الدَّجَّالُ. قُلْتُ: تَحْلِفُ بِاللَّهِ؟ قَالَ: إِنِّي سَمِعْتُ عُمَرَ يَحْلِفُ عَلَى ذَلِكَ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمْ يُنْكِرْهُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. مُتَّفَقٌ عَلَيْهِ

হাদীসের ব্যাখ্যা:

অর্থাৎ, ইবনে ছাইয়্যাদ মিথ্যা নবুওতের দাবীদার দাজ্জালদের অন্যতম। শেষ যমানায় যেই বড় দাজ্জাল বাহির হইবে, ইবনে ছাইয়্যাদ সে নহে। তাই হুযূর (ﷺ) নীরব রহিয়াছেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান