মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৮- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা

হাদীস নং: ৫৪৯৮
- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা
প্রথম অনুচ্ছেদ - ইবনু সাইয়্যাদ-এর ঘটনা
৫৪৯৮। হযরত আবু সাঈদ খুদরী (রাঃ) বলেন, একবার আমি ইবনে ছাইয়্যাদের সাথে মক্কার পথের যাত্রী হইলাম। সে আমাকে বলিল, আমি লোকের পক্ষ হইতে আশ্চর্যজনক ধারণার সম্মুখীন হইয়াছি। লোকেরা বলে, আমিই দাজ্জাল। আপনি কি রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনেন নাই যে, দাজ্জালের কোন সন্তানাদি হইবে না? অথচ আমার সন্তানাদি আছে। তিনি কি এই কথাটি বলেন নাই যে, সে কাফের? অথচ আমি একজন মুসলমান। তিনি কি এই কথাটি বলেন নাই যে, সে মক্কা এবং মদীনায় প্রবেশ করিতে পারিবে না? অথচ আমি মদীনা হইতে আসিতেছি এবং মক্কায় যাইতেছি। আবু সাঈদ খুদরী বলেন, অতঃপর সে আমাকে শেষ কথাটি বলিল যে, আল্লাহর কসম। জানিয়া রাখুন, আমি তাহার (অর্থাৎ দাজ্জালের) জন্ম, সময়, জন্মস্থান এবং বর্তমানে সে কোথায় থাকে নিশ্চিতভাবে জানি এবং আমি তাহার বাপ-মাকেও চিনি। আবু সাঈদ খুদরী বলেন, তাহার এই শেষ কথাটি আমাকে সন্দেহে ফেলিয়া দিল। তখন আমি বলিলাম, তোর সারা জীবন অমঙ্গল হউক, তখন ( সফর সঙ্গীদের) কেহ বলিল, তুমি কি ইহাতে সন্তুষ্ট হইবে যে, তুমিই সেই (ব্যক্তি)? সে বলিল, যদি দাজ্জালের পদবী (গুণাবলী) আমাকে প্রদান করা হয়, তাহা হইলে আমি উহাকে অপছন্দ করিব না। —মুসলিম
كتاب الفتن
وَعَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: صَحِبْتُ ابْنَ صياد إِلَى مَكَّة فَقَالَ: مَا لَقِيتُ مِنَ النَّاسِ؟ يَزْعُمُونَ أَنِّي الدَّجَّالُ أَلَسْتَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّهُ لَا يُولَدُ لَهُ» . وَقَدْ وُلِدَ لِي أَلَيْسَ قَدْ قَالَ: «هُوَ كَافِرٌ» . وَأَنا مُسلم أَو لَيْسَ قَدْ قَالَ: «لَا يَدْخُلُ الْمَدِينَةَ وَلَا مَكَّةَ» ؟ وَقَدْ أَقْبَلْتُ مِنَ الْمَدِينَةِ وَأَنَا أُرِيدُ مَكَّةَ. ثُمَّ قَالَ لِي فِي آخِرِ قَوْلِهِ: أَمَا وَاللَّهِ إِنِّي لَأَعْلَمُ مَوْلِدَهُ وَمَكَانَهُ وَأَيْنَ هُوَ وَأَعْرِفُ أَبَاهُ وَأُمَّهُ قَالَ: فَلَبَسَنِي قَالَ: قُلْتُ لَهُ: تَبًّا لَكَ سَائِرَ الْيَوْمِ. قَالَ: وَقِيلَ لَهُ: أَيَسُرُّكَ أَنَّكَ ذَاكَ الرَّجُلُ؟ قَالَ: فَقَالَ: لَوْ عُرِضَ عَلَيَّ مَا كَرِهْتُ. رَوَاهُ مُسْلِمٌ

হাদীসের ব্যাখ্যা:

দাজ্জাল হওয়ার ব্যাপারে তাহার সন্তুষ্টি প্রকাশ করা হইতে ইহাই স্পষ্ট প্রতীয়মান হয় যে, সে কাফের। তাহার মুসলিম হওয়ার দাবী সম্পূর্ণ মিথ্যা।
tahqiqতাহকীক:তাহকীক চলমান