মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৮- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা

হাদীস নং: ৫৪৯৭
- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা
প্রথম অনুচ্ছেদ - ইবনু সাইয়্যাদ-এর ঘটনা
৫৪৯৭। হযরত নাফে' (রহঃ) বলেন, একদা মদীনার কোন এক রাস্তায় ইবনে ছাইয়্যাদের সহিত হযরত ইবনে উমরের সাক্ষাৎ হইল। তখন হযরত ইবনে উমর তাহাকে এমন একটি কথা বলিলেন, যাহাতে সে অত্যধিক রাগান্বিত হইল। এমন কি গোস্সায় সে এমনভাবে ফুলিয়া উঠিল যেন গলি ভরিয়া গেল। অতঃপর ইবনে উমর তাহার ভগ্নি হাফসার নিকট গেলেন। এবং হাফসার কাছে সেই খবরটি পূর্বেই পৌঁছিয়াছিল। তখন হাফসা তাঁহাকে বলিলেন, আল্লাহ্ তোমার প্রতি অনুগ্রহ করুন। তুমি ইবনে ছাইয়্যাদ হইতে কি (জানিতে) চাহিয়াছিলে? তুমি কি জান না, রাসুলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন (দাজ্জাল) কোন এক ব্যাপারে ক্ষুব্ধ হইয়া অত্যধিক ক্রোধান্বিত অবস্থায় বাহির হইবে। ——মুসলিম
كتاب الفتن
وَعَنْ نَافِعٍ قَالَ: لَقِيَ ابْنُ عُمَرَ ابْنَ صَيَّادٍ فِي بَعْضِ طُرُقِ الْمَدِينَةِ فَقَالَ لَهُ قَوْلًا أَغْضَبَهُ فَانْتَفَخَ حَتَّى مَلَأَ السِّكَّةَ. فَدَخَلَ ابْنُ عُمَرَ عَلَى حَفْصَةَ وَقَدْ بَلَغَهَا فَقَالَتْ لَهُ: رَحِمَكَ اللَّهُ مَا أَرَدْتَ مِنِ ابْنِ صياد؟ أما علمت أَن رَسُول اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّمَا يَخْرُجُ مِنْ غضبةٍ يغضبها» . رَوَاهُ مُسلم

হাদীসের ব্যাখ্যা:

অর্থাৎ, তুমি তাহার সহিত কথাবার্তা বলিও না এবং তাহাকে খেপাইয়া তুলিও না। কেননা, রাগান্বিত অবস্থায় দাজ্জালের আবির্ভাব ঘটিবে। অতএব, ইবনে ছাইয়্যাদ দাজ্জাল হইয়া থাকিলে এইরূপে তাহার আবির্ভাবের কারণ তুমিই হইবে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান