মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৮- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা

হাদীস নং: ৫৪৯৩
- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা
তৃতীয় অনুচ্ছেদ - কিয়ামতের পূর্বলক্ষণসমূহ এবং দাজ্জালের বর্ণনা
৫৪৯৩। হযরত আবু হোরায়রা (রাঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ) বলিয়াছেনঃ দাজ্জাল একটি ফকফকে সাদা বর্ণের গাধায় সওয়ার হইয়া বাহির হইবে, উহার উভয় কানের মধ্যবর্তী বা চওড়া হইবে। —বায়হাকী কিতাবুল বা'ছে ওয়ানুশূরে
كتاب الفتن
وَعَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «يَخْرُجُ الدَّجَّالُ عَلَى حِمَارٍ أَقْمَرَ مَا بَيْنَ أُذُنَيْهِ سَبْعُونَ بَاعًا» . رَوَاهُ الْبَيْهَقِيُّ فِي «كِتَابِ الْبَعْثِ وَالنُّشُورِ»

হাদীসের ব্যাখ্যা:

উভয় হাতকে প্রশস্ত করিলে যেই পরিমাণ লম্বা হয় উহাকে বা' বলে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান