মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৮- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা

হাদীস নং: ৫৪৯২
- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা
তৃতীয় অনুচ্ছেদ - কিয়ামতের পূর্বলক্ষণসমূহ এবং দাজ্জালের বর্ণনা
৫৪৯২। হযরত মুগীরা ইবনে শো'বা (রাঃ) বলেন, দাজ্জাল সম্পর্কে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট আমার চাইতে অধিক প্রশ্ন আর কেহ করে নাই। তিনি আমাকে ইহাও বলিয়াছেনঃ সে তোমার কোন ক্ষতি করিতে পারিবে না। আমি বলিলাম, যেহেতু লোকেরা বলাবলি করে যে, তাহার (দাজ্জালের) সাথে রুটির পাহাড় এবং পানির ঝর্ণা থাকিবে। তখন হুযূর (ﷺ) বলিলেন; সে তো আল্লাহর নিকট এই ব্যাপারে হীন প্রমাণিত হইবে। (অর্থাৎ, আল্লাহ্ তা'আলা দাজ্জালকে লাঞ্ছিত করিবেন এবং তাহার তেলেসমাতি দেখিয়া ঈমানদারের ঈমান আরও মজবুত হইবে।) — মোত্তাঃ
كتاب الفتن
اَلْفصْلُ الثَّالِثُ
عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ قَالَ: مَا سَأَلَ أَحَدٌ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَن الدجالِ أكثرَ مِمَّا سَأَلْتُهُ وَإِنَّهُ قَالَ لِي: «مَا يَضُرُّكَ؟» قُلْتُ: إِنَّهُمْ يَقُولُونَ: إِنَّ مَعَهُ جَبَلَ خُبْزٍ وَنَهَرَ مَاءٍ. قَالَ: هُوَ أَهْوَنُ عَلَى اللَّهِ من ذَلِك . مُتَّفق عَلَيْهِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান