মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৮- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা
হাদীস নং: ৫৪৮৫
- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা
দ্বিতীয় অনুচ্ছেদ - কিয়ামতের পূর্বলক্ষণসমূহ এবং দাজ্জালের বর্ণনা
৫৪৮৫। হযরত উবাদাহ্ ইবনে সামেত (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেন; আমি তোমাদের কাছে দাজ্জালের কথা বার বার আলোচনা করিয়াছি, তবুও এই আশংকা করিতেছি যে, তোমরা উহার প্রকৃত অবস্থা হয়তো বুঝিতে নাও পার। (জানিয়া রাখ।) মাসীহ দাজ্জাল হইবে খাট, পায়ের নলা লম্বা লম্বা। চুল খুব কোকড়ানো, এক চক্ষু কানা, অপর চক্ষু সমান। অর্থাৎ, একেবারে ভিতরেও ডুবিয়া থাকে নাই এবং বাহিরেও উঠিয়া থাকে নাই। ইহার পরও যদি তোমরা সন্দেহে পড়িয়া যাও, তাহা হইলে এই কথা স্মরণ রাখ যে, তোমাদের পরওয়ারদেগার কানা নহেন। –আবু দাউদ
كتاب الفتن
وَعَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنِّي حَدَّثْتُكُمْ عَنِ الدَّجَّالِ حَتَّى خَشِيتُ أَنْ لَا تَعْقِلُوا. إِنَّ الْمَسِيحَ الدَّجَّالَ قَصِيرٌ أَفْحَجُ جَعْدٌ أَعْوَرُ مَطْمُوسُ الْعَيْنِ لَيْسَتْ بِنَاتِئَةٍ وَلَا حَجْرَاءَ فَإِنْ أُلْبِسَ عَلَيْكُمْ فَاعْلَمُوا أَنَّ رَبَّكُمْ لَيْسَ بِأَعْوَرَ» رَوَاهُ أَبُو دَاوُد