মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৮- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা

হাদীস নং: ৫৪৮৪
- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা
দ্বিতীয় অনুচ্ছেদ - কিয়ামতের পূর্বলক্ষণসমূহ এবং দাজ্জালের বর্ণনা
৫৪৮৪। হযরত ফাতেমা বিনতে কায়স (রাঃ) তামীমে দারীর ঘটনা প্রসঙ্গে বলেন, তামীমে দারী বলিয়াছেন, সেই দ্বীপে প্রবেশ করিলে আমি তথায় এমন একটি নারীর সাক্ষাৎ পাইলাম যাহার মাথার চুল এত লম্বা যে, উহা যমীনে হেঁচড়াইয়া চলে। তামীম জিজ্ঞাসা করিলেন, তুই কে? বলিল, আমি 'জাসসাসা' (গোপন তথ্য অন্বেষণকারিণী), অতঃপর সে বলিল, তুমি এই প্রাসাদের দিকে যাও। সুতরাং আমি সেখানে আসিলাম। তথায় লম্বা লম্বা চুলবিশিষ্ট এমন এক ব্যক্তিকে দেখিলাম যে শক্তভাবে লোহার শিকলে বাঁধা — আসমান ও যমীনের মাঝখানে লাফালাফি করিতেছে। আমি জিজ্ঞাসা করিলাম, তুমি কে? সে বলিল আমি দাজ্জাল। —আবু দাউদ
كتاب الفتن
الْفَصْل الثَّانِي
عَنْ فَاطِمَةَ بِنْتِ قَيْسٍ فِي حَدِيثِ تَمِيمٍ الدَّارِيِّ: قَالَتْ: قَالَ: فَإِذَا أَنَا بِامْرَأَةٍ تَجُرُّ شَعَرَهَا قَالَ: مَا أَنْتِ؟ قَالَتْ: أَنَا الْجَسَّاسَةُ اذْهَبْ إِلَى ذَلِكَ الْقَصْرِ فَأَتَيْتُهُ فَإِذَا رَجُلٌ يَجُرُّ شَعَرَهُ مُسَلْسَلٌ فِي الْأَغْلَالِ يَنْزُو فِيمَا بَيْنُ السَّمَاءِ وَالْأَرْضِ. فَقُلْتُ: مَنْ أَنْتَ؟ قَالَ: أَنا الدَّجَّال . رَوَاهُ أَبُو دَاوُد
tahqiqতাহকীক:তাহকীক চলমান