মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৮- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা
হাদীস নং: ৫৪৮৬
- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা
দ্বিতীয় অনুচ্ছেদ - কিয়ামতের পূর্বলক্ষণসমূহ এবং দাজ্জালের বর্ণনা
৫৪৮৬। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলিতে শুনিয়াছি, হযরত নূহ (আঃ)-এর পরে এমন কোন নবী আগমন করেন নাই যিনি নিজের জাতিকে দাজ্জাল সম্পর্কে ভীতি প্রদর্শন করেন নাই। তদ্রূপ আমিও তোমাদিগকে ভীতি প্রদর্শন করিতেছি। তারপর তিনি আমাদিগকে তাহার প্রকৃত অবস্থা সম্পর্কে বলিলেনঃ হয়তো তোমাদের কেহ, যে আমাকে দেখিয়াছে অথবা যে আমার কথা শুনিয়াছে, সে দাজ্জালকে পাইতে পারে। তাঁহারা জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলাল্লাহ্! তখন আমাদের অন্তরসমূহের অবস্থা কিরূপ হইবে ? বলিলেন; বর্তমানে যেইরূপ আছে। অর্থাৎ, আজ যেমন তখনও তেমন বা ইহা অপেক্ষা উত্তম। —তিরমিযী ও আবু দাউদ
كتاب الفتن
وَعَن أَي عُبَيْدَةَ بْنِ الْجَرَّاحِ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّهُ لَمْ يَكُنْ نَبِيٌّ بَعْدَ نُوحٍ إِلَّا قَدْ أَنْذَرَ الدجالَ قومَه وإِني أُنذركموه» فرصفه لَنَا قَالَ: «لَعَلَّهُ سَيُدْرِكُهُ بَعْضُ مَنْ رَآنِي أَوْ سَمِعَ كَلَامِي» . قَالُوا: يَا رَسُولَ اللَّهِ فَكَيْفَ قُلُوبُنَا يَوْمَئِذٍ؟ قَالَ: «مِثْلُهَا» يَعْنِي الْيَوْمَ «أوخير» . رَوَاهُ التِّرْمِذِيّ وَأَبُو دَاوُد