মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৮- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা
হাদীস নং: ৫৪৭৯
- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা
প্রথম অনুচ্ছেদ - কিয়ামতের পূর্বলক্ষণসমূহ এবং দাজ্জালের বর্ণনা
৫৪৭৯। হযরত আবু সাঈদ খুদ্রী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলিয়াছেন : 'দাজ্জাল' অবশ্যই আগমন করিবে। কিন্তু তাহার প্রতি মদীনার গিরিপথে প্রবেশ করা নিষিদ্ধ থাকিবে। অবশ্য সে মদীনার পার্শ্ববর্তী একটি লবণাক্ত বালুকাময় অঞ্চলে অবতরণ করিবে। তখন তাহার নিকট একজন পুণ্যবান ব্যক্তি অথবা (বলিয়াছেন) পুণ্যবান লোকদের মধ্য হইতে সর্বোত্তম ব্যক্তি উপস্থিত হইয়া বলিবেন, 'আমি সাক্ষ্য দিতেছি যে, তুমিই সেই দাজ্জাল, যাহার সম্পর্কে রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদিগকে বর্ণনা করিয়াছেন। তখন দাজ্জাল (উপস্থিত লোকদিগকে লক্ষ্য করিয়া) বলিবে, দেখ! যদি আমি এই লোকটিকে হত্যা করিয়া পুনরায় তাহাকে জীবিত করি, তবে কি তোমরা আমার ব্যাপারে (খোদা হওয়া সম্পর্কে) সন্দেহ পোষণ করিবে ? লোকেরা বলিবে, 'না।' তখন সে তাহাকে হত্যা করিবে, অতঃপর তাহাকে পুনরায় জীবিত করিবে। তখন সেই লোকটি বলিবে, আল্লাহর কসম! আমি তোমার সম্পর্কে এখন পূর্বের চাইতেও অধিক সন্দেহমুক্ত। আবার দাজ্জাল তাহাকে হত্যা করিতে চাহিবে, কিন্তু তাহাকে লোকটির উপর সেই ক্ষমতা দেওয়া হইবে না! — মোত্তাঃ
كتاب الفتن
وَعَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: يَأْتِي الدَّجَّالُ وَهُوَ مُحَرَّمٌ عَلَيْهِ أَنْ يَدْخُلَ نِقَابَ الْمَدِينَةِ فَيَنْزِلُ بَعْضَ السِّبَاخِ الَّتِي تَلِي الْمَدِينَةَ فَيَخْرُجُ إِلَيْهِ رَجُلٌ وَهُوَ خَيْرُ النَّاسِ أَوْ مِنْ خِيَارِ النَّاسِ فَيَقُولُ: أَشْهَدُ أَنَّكَ الدَّجَّالُ الَّذِي حَدَّثَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَدِيثَهُ فَيَقُولُ الدَّجَّالُ: أَرَأَيْتُمْ إِنْ قَتَلْتُ هَذَا ثُمَّ أَحْيَيْتُهُ هَلْ تَشُكُّونَ فِي الْأَمْرِ؟ فَيَقُولُونَ: لَا فَيَقْتُلُهُ ثُمَّ يُحْيِيهِ فَيَقُولُ: وَاللَّهِ مَا كُنْتُ فِيكَ أَشَدَّ بَصِيرَةً مِنِّي الْيَوْمَ فَيُرِيدُ الدَّجَّالُ أَنْ يَقْتُلَهُ فَلَا يُسَلَّطُ عَلَيْهِ . مُتَّفق عَلَيْهِ