মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৮- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা

হাদীস নং: ৫৪৭৮
- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা
প্রথম অনুচ্ছেদ - কিয়ামতের পূর্বলক্ষণসমূহ এবং দাজ্জালের বর্ণনা
৫৪৭৮। হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলিয়াছেন: ইস্পাহানের সত্তর হাজার ইহুদী দাজ্জালের অনুসরণ করিবে—তাহাদের মাথা চাদরে ঢাকা থাকিবে। —মুসলিম
كتاب الفتن
وَعَنْ أَنَسٍ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «يَتْبَعُ الدَّجَّالَ مِنْ يَهُودِ أصفَهانَ سبعونَ ألفا عَلَيْهِم طيالسة» . رَوَاهُ مُسلم

হাদীসের ব্যাখ্যা:

طيالسة অর্থ নেকাব বা চাদরের ন্যায় একটি একটি কাপড়, যাহা মা মাথার উপরে ফেলিয়া রাখা হয়।
tahqiqতাহকীক:তাহকীক চলমান