মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৮- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা
হাদীস নং: ৫৪৭৭
- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা
প্রথম অনুচ্ছেদ - কিয়ামতের পূর্বলক্ষণসমূহ এবং দাজ্জালের বর্ণনা
৫৪৭৭। হযরত উম্মে শারীক (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন : লোকেরা দাজ্জাল-এর (ফিত্না) হইতে পলায়ন করিবে, এমন কি পাহাড়-পর্বতসমূহে গিয়া আশ্রয় লইবে। উম্মে শারীক বলেন, আমি জিজ্ঞাসা করিলাম, ইয়া রাসূলাল্লাহ্। তখন আরব (মুজাহেদীনগণ) কোথায় থাকিবেন? তিনি বলিলেন; সংখ্যায় তাহারা খুবই কম হইবে। —মুসলিম
كتاب الفتن
وَعَن أمّ شريكٍ قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَيَفِرَّنَّ النَّاسُ مِنَ الدَّجَّالِ حَتَّى يَلْحَقُوا بِالْجِبَالِ» قَالَتْ أُمُّ شَرِيكٍ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ فَأَيْنَ الْعَرَبُ يَوْمَئِذٍ؟ قَالَ: «هُمْ قَلِيلٌ» . رَوَاهُ مُسلم