মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৮- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা

হাদীস নং: ৫৪৮০
- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা
প্রথম অনুচ্ছেদ - কিয়ামতের পূর্বলক্ষণসমূহ এবং দাজ্জালের বর্ণনা
৫৪৮০। হযরত আবু হোরায়রা (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন : মাসীহে দাজ্জাল পূর্বদিক হইতে আগমন করিয়া মদীনা মোনাওয়ারায় প্রবেশ করিতে চাহিবে। এমন কি, সে ওহোদ পাহাড়ের পাদদেশ পর্যন্ত পৌঁছিয়া যাইবে। অতঃপর ফেরেশ্তাগণ তাহার চেহারা (গতি) সিরিয়ার দিকে ফিরাইয়া দিবেন এবং সেখানেই সে [হযরত ঈসা (আঃ)-এর হাতে] ধ্বংস হইবে। — মোত্তাঃ
كتاب الفتن
وَعَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «يَأْتِي الْمَسِيحُ مِنْ قِبَلِ الْمَشْرِقِ هِمَّتُهُ الْمَدِينَةُ حَتَّى يَنْزِلَ دُبُرَ أُحُدٍ ثُمَّ تَصْرِفُ الْمَلَائِكَةُ وَجْهَهُ قِبَلَ الشامِ وهنالك يهلِكُ» . مُتَّفق عَلَيْهِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৫৪৮০ | মুসলিম বাংলা