মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৮- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা
হাদীস নং: ৫৪৭২
- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা
প্রথম অনুচ্ছেদ - কিয়ামতের পূর্বলক্ষণসমূহ এবং দাজ্জালের বর্ণনা
৫৪৭২। হযরত আবু হোরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: আমি কি তোমাদিগকে দাজ্জাল সম্পর্কে একটি কথা বলিব না? সেই কথাটি অতীতের কোন নবীই তাঁহার জাতিকে বলেন নাই। আর তাহা হইল—নিশ্চয় সে (দাজ্জাল) হইবে কানা। সে বেহেশত ও দোযখের সদৃশ সঙ্গে লইয়া আসিবে। তখন সে যাহা বলিবে। বেহেশত, প্রকৃতপক্ষে উহা হইবে দোযখ। আমি তাহার সম্পর্কে তোমাদিগকে সাবধান করিতেছি। যেমন হযরত নূহ (আঃ) তাহার কওমকে তাহার সম্পর্কে সাবধান করিয়াছিলেন। — মোত্তাঃ
كتاب الفتن
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِلَّا أحدثكُم حَدِيثا عَن الدَّجَّال ماحدث بِهِ نبيٌّ قومَه؟ : إِنَّه أعوَرُ وإِنَّه يَجِيءُ مَعَهُ بِمِثْلِ الْجَنَّةِ وَالنَّارِ فَالَّتِي يَقُولُ: إِنَّهَا الْجَنَّةُ هِيَ النَّارُ وَإِنِّي أُنْذِرُكُمْ كَمَا أنذر بِهِ نوح قومه . مُتَّفق عَلَيْهِ
হাদীসের ব্যাখ্যা:
হযরত নূহ (আঃ) ছিলেন প্রসিদ্ধ নবীদের মধ্যে অন্যতম। আর শরীআতের বিধি-বিধানও তাঁহার নবুওতী যুগ হইতে শুরু হইয়াছে। হযরত আল্লামা ইদ্রীস কান্দলভী (রহঃ) বলেন, সর্বপ্রথম কুফরী তাঁহার যুগ হইতে আরম্ভ হইয়াছে। তৎপূর্ব যুগে সমস্ত মানুষ একই দলভুক্ত ছিল। যদিও ইহা সকল নবীই জানিতেন যে, যমানার শেষ লগ্নে দাজ্জাল বাহির হইবে এবং হযরত ঈসা (আঃ) তাহাকে হত্যা করিবেন। তবুও তাঁহাদের নিজ নিজ উম্মতকে সাবধান করার দ্বারা বুঝান হইয়াছে, দাজ্জালের ফিতনা হইবে খুবই মারাত্মক।