মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৮- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা
হাদীস নং: ৫৪৭১
- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা
প্রথম অনুচ্ছেদ - কিয়ামতের পূর্বলক্ষণসমূহ এবং দাজ্জালের বর্ণনা
৫৪৭১। হযরত আনাস (রাঃ) বলেন, রাসুলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন : এমন কোন নবী অতীত হন নাই যিনি তাহার উম্মতকে কানা মিথ্যাবাদী (দাজ্জাল) সম্পর্কে সাবধান করেন নাই। তোমরা জানিয়া রাখ। সে (দাজ্জাল) নিশ্চয় কানা হইবে। আর তোমরা ইহাও নিশ্চিতভাবে জানিয়া রাখ যে, তোমাদের প্রতিপালক (আল্লাহ্) কানা নহেন। তাহার (দাজ্জালের) চক্ষুদ্বয়ের মাঝখানে লিখা থাকিবে (ك ف ر) -এ (অর্থাৎ, কাফের)।
كتاب الفتن
وَعَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَا مِنْ نَبِيٍّ إِلَّا أَنْذَرَ أُمَّتَهُ الْأَعْوَرَ الْكَذَّابَ أَلَا إِنَّهُ أَعْوَرُ وَإِنَّ رَبَّكُمْ لَيْسَ بِأَعْوَرَ مَكْتُوبٌ بَيْنَ عَيْنَيْهِ: ك ف ر . مُتَّفَقٌ عَلَيْهِ
হাদীসের ব্যাখ্যা:
সে যে মিথ্যাবাদী ধোঁকাবাজ ইহার প্রমাণস্বরূপ তাহার চক্ষুদ্বয়ের মধ্যবর্তী স্থানে কাফের শব্দটি লিখা থাকিবে। প্রতিটি ঈমানদার মুসলমান শিক্ষিত বা মূর্খ সকলেই উহা দেখিতে এবং পড়িতে পারিবে।