মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৮- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা

হাদীস নং: ৫৪৭৩
- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা
প্রথম অনুচ্ছেদ - কিয়ামতের পূর্বলক্ষণসমূহ এবং দাজ্জালের বর্ণনা
৫৪৭৩। হযরত হোযাইফা (রাঃ) হইতে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ দাজ্জাল নিজের সঙ্গে পানি এবং আগুন লইয়া বাহির হইবে। মানুষ বাহ্যতঃ যাহা পানি ধারণা করিবে, বস্তুতঃ উহা হইবে জ্বলন্ত আগুন। আর মানুষ যাহা আগুন ধারণা করিবে, প্রকৃতপক্ষে উহা হইবে ঠাণ্ডা মিষ্টি পানি। সুতরাং তোমাদের যে কেহ সেই দাজ্জালের যুগ পাইবে, সে যেন যাহা আগুন দেখিতে পায় তাহাতে প্রবেশ করে। কেননা, উহা হইবে সুস্বাদু মিষ্ট পানি। – মোত্তাঃ। মুসলিম ইহাতে আরও অতিরিক্ত বর্ণনা করিয়াছেন – দাজ্জাল হইবে মুদিত চক্ষুবিশিষ্ট। তাহার চক্ষুর উপর নখ পরিমাণ মোটা চামড়া থাকিবে, চক্ষুদ্বয়ের মধ্যবর্তী স্থানে লিখা থাকিবে ‘কাফের'। প্রত্যেক শিক্ষিত ও অশিক্ষিত মু'মেন তাহা পড়িতে পারিবে।
كتاب الفتن
وَعَنْ حُذَيْفَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ الدَّجَّالَ يَخْرُجُ وَإِنَّ مَعَهُ مَاءً وَنَارًا فَأَمَّا الَّذِي يَرَاهُ النَّاسُ مَاءً فَنَارٌ تَحْرِقُ وَأَمَّا الَّذِي يَرَاهُ النَّاسُ نَارًا فَمَاءٌ بَارِدٌ عَذْبٌ فَمَنْ أَدْرَكَ ذَلِكَ مِنْكُمْ فَلْيَقَعْ فِي الَّذِي يَرَاهُ نَارًا فَإِنَّهُ مَاءٌ عَذْبٌ طَيِّبٌ» . مُتَّفق عَلَيْهِ. وَزَاد مُسلم: «إِن الدجالَ ممسوحُ العينِ عَلَيْهَا ظفرةٌ غليظةٌ مَكْتُوب بَين عَيْنَيْهِ كَافِر يَقْرَؤُهُ كل مُؤمن كاتبٌ وَغير كَاتب»

হাদীসের ব্যাখ্যা:

আল্লামা কান্দলবী (রহঃ) ممسوح العين অর্থ বলিয়াছেন, এক চক্ষু দৃষ্টিবিহীন এবং অপর চক্ষু ত্রুটিপূর্ণ।
tahqiqতাহকীক:তাহকীক চলমান