মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৮- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা
হাদীস নং: ৫৪২০
প্রথম অনুচ্ছেদ - যুদ্ধবিগ্রহ সম্পৰ্কীয়
৫৪২০। হযরত আওফ ইবনে মালেক (রাঃ) বলেন, তবুকের যুদ্ধের সময় আমি নবী (ﷺ)-এর খেদমতে আসিলাম। এই সময় তিনি একটি চামড়ার তাঁবুতে অবস্থান করিতেছিলেন। তখন তিনি বলিলেনঃ কিয়ামতের পূর্বের ছয়টি নিদর্শনকে তুমি গনিয়া রাখ। (১) আমার ওফাত। (২) অতঃপর বায়তুল মুকাদ্দাস বিজয়। (৩) ব্যাপক মহামারী—যাহা তোমাদেরকে বকরীর মড়কের ন্যায় আক্রমণ করিবে। (৪) ধন-সম্পদের এত প্রাচুর্য হইবে যে, কোন ব্যক্তিকে একশত দীনার (স্বর্ণমুদ্রা) প্রদান করিলেও সে (উহাকে নগণ্য মনে করিয়া) অসন্তুষ্টি প্রকাশ করিবে। (৫) এমন এক ফিতনা দেখা দিবে, যাহা আরবের প্রত্যেকটি ঘরেই প্রবেশ করিবে। (৬) অতঃপর রোমকদের সহিত তোমাদের একটি সন্ধি-চুক্তি হইবে, পরে তাহারা উক্ত চুক্তি ভঙ্গ করিয়া তোমাদের বিরুদ্ধে আশিটি পতাকা লইয়া মুকাবিলায় আসিবে এবং প্রত্যেক পতাকার অধীনে বার হাজার সৈন্য থাকিবে। —বুখারী
وَعَن عَوْف بن مَالك قَالَ: أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَزْوَةٍ تَبُوكَ وَهُوَ فِي قُبَّةٍ مِنْ أَدَمٍ فَقَالَ: اعْدُدْ سِتًّا بَيْنَ يَدَيِ السَّاعَةِ: مَوْتِي ثُمَّ فَتْحُ بَيْتِ الْمَقْدِسِ ثُمَّ مُوتَانٌ يَأْخُذُ فِيكُمْ كَقُعَاصِ الْغَنَمِ ثُمَّ اسْتِفَاضَةُ الْمَالِ حَتَّى يُعْطَى الرَّجُلُ مِائَةَ دِينَارٍ فَيَظَلُّ سَاخِطًا ثُمَّ فِتْنَةٌ لَا يَبْقَى بَيْتٌ مِنَ الْعَرَبِ إِلَّا دَخَلَتْهُ ثُمَّ هُدْنَةٌ تَكُونُ بَيْنَكُمْ وَبَيْنَ بَنِي الْأَصْفَرِ فَيَغْدِرُونَ فَيَأْتُونَكُمْ تَحْتَ ثَمَانِينَ غَايَةً تَحْتَ كُلِّ غَايَةٍ اثْنَا عَشَرَ أَلْفًا . رَوَاهُ البُخَارِيّ
হাদীসের ব্যাখ্যা:
রোমকদের এই ঘটনাটি সম্ভবতঃ ইমাম মাহদীর সময় ঘটিবে।
