মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৮- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা
হাদীস নং: ৫৪১৯
- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা
প্রথম অনুচ্ছেদ - যুদ্ধবিগ্রহ সম্পৰ্কীয়
৫৪১৯। হযরত নাফে' ইবনে উতবা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ তোমরা আরব উপদ্বীপে যুদ্ধ অভিযান চালাইবে এবং আল্লাহ্ তা'আলা তোমাদিগকে উহাতে বিজয়ী করিবেন। অতঃপর পারস্যের সহিত যুদ্ধ করিবে, উহাতেও আল্লাহ্ তোমাদিগকে জয়যুক্ত করিবেন। তারপর রোমকদের বিরুদ্ধে যুদ্ধ করিবে, উহাতেও আল্লাহ্ তা'আলা তোমাদিগকে জয়যুক্ত করিবেন। সর্বশেষে তোমরা দাজ্জালের সহিত লড়াই করিবে, উহাতেও আল্লাহ্ তা'আলা তোমাদিগকে বিজয়ী করিবেন। —মুসলিম
كتاب الفتن
وَعَنْ نَافِعِ بْنِ عُتْبَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَغْزُونَ جَزِيرَةَ الْعَرَبِ فَيَفْتَحُهَا اللَّهُ ثُمَّ فَارِسَ فَيَفْتَحُهَا اللَّهُ ثُمَّ تَغْزُونَ الرُّومَ فَيَفْتَحُهَا اللَّهُ ثُمَّ تَغْزُونَ الدَّجَّال فيفتحه الله» . رَوَاهُ مُسلم