মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৮- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা

হাদীস নং: ৫৪১৮
প্রথম অনুচ্ছেদ - যুদ্ধবিগ্রহ সম্পৰ্কীয়
৫৪১৮। হযরত আবু হোরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: (পারস্য সম্রাট) কিসরা নিশ্চিতভাবে ধ্বংস হইবে, অতঃপর আর কেহই কিসরা হইবে না। আর অচিরেই (রোম সম্রাট) কায়সার ধ্বংস হইবে, অতঃপর আর কেহই কায়সার হইবে না। ইহাও নিশ্চিত যে, তাহাদের রক্ষিত ধন-সম্পদ বিজিত হইয়া আল্লাহর রাস্তায় বন্টিত হইবে এবং নবী (ছাঃ) যুদ্ধকে ধোঁকা বলিয়া অভিহিত করিয়াছেন। —মোত্রাঃ
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَلَكَ كِسْرَى فَلَا يَكُونُ كِسْرَى بَعْدَهُ وَقَيْصَرُ لِيَهْلِكَنَّ ثُمَّ لَا يَكُونُ قَيْصَرُ بَعْدَهُ وَلَتُقْسَمَنَّ كُنُوزُهُمَا فِي سَبِيلِ اللَّهِ» وَسَمَّى «الْحَرْبُ خُدْعَةٌ» . مُتَّفَقٌ عَلَيْهِ

হাদীসের ব্যাখ্যা:

অর্থাৎ, কিসরা ও কায়সার সম্রাট নামে কোন কাফের শাসক সেই এলাকায় আর আসিবে না। বরং উহা মুসলমানদের দখলে চলিয়া আসিবে। যেমন ইরাক, ইরান, সিরিয়া ও রোম প্রভৃতি।
tahqiqতাহকীক:তাহকীক চলমান