মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৮- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা
হাদীস নং: ৫৪১৭
প্রথম অনুচ্ছেদ - যুদ্ধবিগ্রহ সম্পৰ্কীয়
৫৪১৭। হযরত জাবের ইবনে সামুরা (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলিতে শুনিয়াছি; মুসলমানদের এক দল নিশ্চয় ‘কিসরার’ (পারস্যের) সম্রাট বংশের গুপ্ত সম্পদ জয় করিবে—যাহা একটি শ্বেত প্রাসাদে রক্ষিত রহিয়াছে। —মুসলিম
وَعَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَتَفْتَحَنَّ عِصَابَةٌ مِنَ الْمُسْلِمِينَ كَنْزَ آلِ كِسْرَى الَّذِي فِي الْأَبْيَض» . رَوَاهُ مُسلم
হাদীসের ব্যাখ্যা:
উক্ত শ্বেত মহলটি মাদায়েন শহরে 'কছরে হাছীন' নামে প্রসিদ্ধ ছিল। হযরত উমর (রাঃ)-এর খেলাফত যুগে হযরত সা'দ ইবনে আবী ওয়াক্কাসের নেতৃত্বে উহা মুসলমান মুজাহিদগণ জয় করেন।
