মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৮- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা

হাদীস নং: ৫৪১১
প্রথম অনুচ্ছেদ - যুদ্ধবিগ্রহ সম্পৰ্কীয়
৫৪১১। হযরত আবু হোরায়রা (রাঃ) বলেন, রাসুলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হইবে না, যতদিন না তোমরা পশমের জুতা পরিধানকারী এক জাতির বিরুদ্ধে যুদ্ধ করিবে এবং যতক্ষণ না তোমরা তুর্কীদের সাথে যুদ্ধ করিবে, যাহারা ক্ষুদ্র চক্ষু, লাল চেহারা, চেপ্‌টা নাকবিশিষ্ট, তাহাদের মুখমণ্ডল হইবে পরতে পরতে ভাজ, চামড়ার ঢালের ন্যায়। -মোত্তাঃ
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى تُقَاتِلُوا قَوْمًا نِعَالُهُمُ الشَّعْرُ وَحَتَّى تُقَاتِلُوا التُّرْكَ صِغَارَ الْأَعْيُنِ حُمْرَ الْوُجُوهِ ذُلْفَ الْأُنُوفِ كأنَّ وجوهَهُم المجَانُّ المُطْرَقة» . مُتَّفق عَلَيْهِ

হাদীসের ব্যাখ্যা:

কেহ কেহ বলিয়াছেন, তুর্কীরা হযরত নূহ (আঃ)-এর পুত্র ইয়াফেসের আওলাদ, কাহারও কাহারও মতে ইহারা ইয়াজুজ ও মাজুজের একটি অংশ।
tahqiqতাহকীক:তাহকীক চলমান