মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৮- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা

হাদীস নং: ৫৪১২
প্রথম অনুচ্ছেদ - যুদ্ধবিগ্রহ সম্পৰ্কীয়
৫৪১২। হযরত আবু হোরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ যেই পর্যন্ত তোমরা আজমী খুয ও কিরমান' জাতির সহিত যুদ্ধ করিবে না, সেই পর্যন্ত কিয়ামত কায়েম হইবে না। তাহাদের চেহারা হইবে লাল বর্ণের, চেপ্‌টা নাক, ক্ষুদ্র চক্ষু বিশিষ্ট এবং মুখমণ্ডল হইবে পরতে পরতে ভাজ, চামড়ার ঢালের ন্যায়। আর তাহাদের জুতা হইবে পশমের। বুখারী, বুখারীর অপর এক রেওয়ায়ত আমর ইবনে তালিব (রাঃ) হইতে বর্ণিত, তাহাদের চেহারা হইবে চওড়া।
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى تُقَاتِلُوا خُوزًا وَكِرْمَانَ مِنَ الْأَعَاجِمِ حُمْرَ الْوُجُوهِ فُطْسَ الْأُنُوفِ صِغَارَ الْأَعْيُنِ وُجُوهُهُمُ الْمَجَانُّ الْمُطْرَقَةُ نِعَالُهُمُ الشّعْر» . رَوَاهُ البُخَارِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান