মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৮- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা

হাদীস নং: ৫৪০৯
- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা
তৃতীয় অনুচ্ছেদ
৫৪০৯। ইবনুল মুসাইয়্যাব (রহঃ) বলেন, ইসলামের প্রথম ফিতনা হইল ‘হযরত ওসমান (রাঃ)-এর হত্যা।' ইহার পর (দ্বিতীয় ফিতনা প্রকাশ পাওয়া পর্যন্ত) বদর যুদ্ধে অংশগ্রহণকারী একজন সাহাবীও বিদ্যমান ছিলেন না। দ্বিতীয় ফিতনা হইল 'হাররা’র রক্তক্ষয়ী সংঘর্ষ, অতঃপর হোদাইবিয়ায় অংশগ্রহণকারী একজন সাহাবীও অবশিষ্ট রহিলেন না। আর তৃতীয় ফিতনা যখন শুরু হইল, তখন মানুষের মধ্যে জ্ঞান ও কল্যাণ থাকা অবস্থায় আর উহা উঠিল না। (অর্থাৎ, সাহাবী ও তাবেয়ীদের কেহই তখন অবশিষ্ট থাকেন নাই।) — বুখারী
كتاب الفتن
وَعَن ابْن الْمسيب قَالَ: وَقَعَتِ الْفِتْنَةُ الْأُولَى - يَعْنِي مَقْتَلَ عُثْمَانَ - فَلَمْ يَبْقَ مِنْ أَصْحَابٍ بَدْرٍ أَحَدٌ ثُمَّ وَقَعَتِ الْفِتْنَةُ الثَّانِيَةُ - يَعْنِي الْحَرَّةَ - فَلَمْ يَبْقَ مِنْ أَصْحَابِ الْحُدَيْبِيَةِ أَحَدٌ ثُمَّ وَقَعَتِ الْفِتْنَةُ الثَّالِثَةُ فَلَمْ تَرْتَفِعْ وَبِالنَّاسِ طَبَاخٌ. رَوَاهُ الْبُخَارِيُّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান