মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৮- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা

হাদীস নং: ৫৪০৮
তৃতীয় অনুচ্ছেদ
৫৪০৮। হযরত আবু ওয়াকিদ লাইসী (রাঃ) বলেন, যখন রাসূলুল্লাহ্ (ﷺ) হোনাইনের যুদ্ধে বাহির হইলেন, তখন তিনি মুশরিকদের এমন একটি বৃক্ষের নিকট দিয়া গমন করিলেন, যাহাতে তাহারা নিজেদের অস্ত্রসমূহ ঝুলাইয়া রাখিত। উক্ত বৃক্ষটিকে ‘যাতা-আনওয়াত' বলা হইত। ইহা দেখিয়া কোন কোন নব্য মুসলমানরা বলিল, ইয়া রাসূলাল্লাহ্! ঐ সমস্ত মুশরিকদের ন্যায় আমাদের জন্যও একটি ‘যাতা-আনওয়াত' নির্ধারণ করিয়া দিন। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) (বিস্ময় প্রকাশে) বলিলেনঃ ‘সোবহানাল্লাহ্' হযরত মুসা (আঃ)-এর কওম তাঁহাকে বলিয়াছিল, আমাদের জন্য এইরূপ মা'বূদ নির্ধারণ করিয়া দিন যেইরূপ ঐ কাফের সম্প্রদায়ের মা'বূদ রহিয়াছে। তোমরাও তো সেইরূপ কথা বলিলে, সেই মহান সত্তার কসম, যাঁহার হাতে আমার প্রাণ। নিশ্চয় তোমরা ঐ সমস্ত লোকদের পথ অনুসরণ করিয়া চলিবে, যাহারা তোমাদের পূর্বে অতীত হইয়া গিয়াছে। —তিরমিযী
اَلْفصْلُ الثَّالِثُ
عَن أبي واقدٍ اللَّيْثِيّ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا خَرَجَ إِلَى غَزْوَةِ حُنَيْنٍ مَرَّ بِشَجَرَةٍ لِلْمُشْرِكِينَ كَانُوا يُعَلِّقُونَ عَلَيْهَا أَسْلِحَتَهُمْ يُقَالُ لَهَا: ذَاتُ أَنْوَاطٍ. فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ اجْعَلْ لَنَا ذَاتَ أَنْوَاطٍ كَمَا لَهُمْ ذَاتُ أَنْوَاطٍ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «سُبْحَانَ اللَّهِ هَذَا كَمَا قَالَ قَوْمُ مُوسَى (اجْعَل لنا إِلَهًا كَمَا لَهُم آلهةٌ) وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَتَرْكَبُنَّ سُنَنَ مَنْ كَانَ قبلكُمْ» . رَوَاهُ التِّرْمِذِيّ

হাদীসের ব্যাখ্যা:

‘আনওয়াত’ নওত-এর বহুবচন, যাহার অর্থ ঝুলান। মুশরিকরা একটি নির্দিষ্ট বৃক্ষে অস্ত্র ঝুলাইত এবং তাওয়াফ ইত্যাদির মাধ্যমে ঐ বৃক্ষের প্রতি বিশেষ সম্মান দেখাইত। ইহারই নাম ছিল 'যাতা-আনওয়াত'।
tahqiqতাহকীক:তাহকীক চলমান