মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৮- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা
হাদীস নং: ৫৩৯৭
দ্বিতীয় অনুচ্ছেদ
৫৩৯৭। হযরত আবু যর (রাঃ) বলেন, একদা আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর পিছনে একটি গাধার উপরে আরোহী ছিলাম। যখন আমরা মদীনার জনপদ অতিক্রম করিয়া বাহিরে গেলাম, তখন তিনি আমাকে বলিলেনঃ হে আবু যর! তখন তোমার কি অবস্থা হইবে যখন মদীনায় এমন দুর্ভিক্ষ দেখা দিবে যে, ক্ষুধার তাড়নায় তুমি স্বীয় বিছানা হইতে উঠিয়া মসজিদ পর্যন্ত পৌঁছিতে পারিবে না, এমন কি ক্ষুধা তোমাকে অস্থির করিয়া ফেলিবে। আমি বলিলাম, আল্লাহ্ ও তাঁহার রাসূলই বেশী জানেন। তিনি বলিলেন; হে আবু যর! তখন তুমি আত্মসংযম করিবে (অর্থাৎ, মানুষের নিকট হাত পাতিও না, হারাম কিংবা সন্দেহযুক্ত মাল ভক্ষণ করিও না)। তিনি আবার বলিলেন ; হে আবু যর। তখন তোমার অবস্থা কেমন হইবে যখন মদীনায় এমন মড়ক দেখা দিবে যে, একটি ঘর একটি গোলামের মূল্যের সমপরিমাণে পৌঁছিবে, এমন কি একটি কবরের জায়গা একটি গোলামের বিনিময়ে বিক্রয় হইবে। আমি বলিলাম, আল্লাহ্ ও তাঁহার রাসূল বেশী জানেন। তিনি বলিলেন; হে আবু যর! ধৈর্যধারণ করিবে। তিনি পুনরায় বলিলেন; হে আবু যর! তখন তোমার অবস্থা কি হইবে যখন মদীনায় এমন এক হত্যাযজ্ঞ শুরু হইবে, যাহার রক্ত আহজারুয্ যায়ত' নামক স্থানকে ডুবাইয়া ফেলিবে। আমি বলিলাম, আল্লাহ্ ও তাঁহার রাসূল অধিক ভাল জানেন। তিনি বলিলেন ; তখন তুমি তাহার নিকটই চলিয়া যাইবে যাহার সহিত তুমি সম্পর্কিত (অর্থাৎ, নিজের পরিবার অথবা নিজ ইমামের নিকট)। আমি বলিলাম, তবে কি আমি অস্ত্র-শস্ত্রে সজ্জিত হইব? তিনি বলিলেন; যদি তুমি এইরূপ কর তাহা হইলে তুমিও সেই দলের সহিত শামিল হইয়া যাইবে। আমি বলিলাম, তাহা হইলে আমি কি করিব ? ইয়া রাসূলাল্লাহ্! তখন তিনি বলিলেন; যদি তুমি তলোয়ারের চাকচিক্যকে ভয় কর (অর্থাৎ, তলোয়ারের সম্মুখে জীবন দিতে ভয় পাও), তাহা হইলে পরিহিত কাপড়ের একাংশ নিজের মুখের উপরে ঢালিয়া দিবে, যাহাতে সে তোমার ও নিজের পাপ বহন করে। –আবু দাউদ
وَعَن أبي ذَر قَالَ: كُنْتُ رَدِيفًا خَلْفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا علىحمار فَلَمَّا جَاوَزْنَا بُيُوتَ الْمَدِينَةِ قَالَ: «كَيْفَ بِكَ يَا أَبَا ذَرٍّ إِذَا كَانَ بِالْمَدِينَةِ جُوعٌ تَقُومُ عَنْ فِرَاشِكَ وَلَا تَبْلُغُ مَسْجِدَكَ حَتَّى يُجْهِدَكَ الْجُوعُ؟» قَالَ: قُلْتُ: اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ. قَالَ: «تَعَفَّفْ يَا أَبَا ذَرٍّ» . قَالَ: «كَيْفَ بِكَ يَا أَبَا ذَرٍّ إِذَا كَانَ بِالْمَدِينَةِ مَوْتٌ يَبْلُغُ الْبَيْتَ الْعَبْدُ حَتَّى إِنَّهُ يُبَاعُ الْقَبْرُ بِالْعَبْدِ؟» . قَالَ: قُلْتُ اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ. قَالَ: «تَصْبِرُ يَا أَبَا ذَرٍّ» . قَالَ: «كَيْفَ بِكَ يَا أَبَا ذَرٍّ إِذَا كَانَ بِالْمَدِينَةِ قَتْلٌ تَغْمُرُ الدِّمَاءُ أَحْجَارَ الزَّيْتِ؟» قَالَ: قُلْتُ: اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ. قَالَ: «تَأْتِي مَنْ أَنْتَ مِنْهُ» . قَالَ: قُلْتُ: وَأَلْبَسُ السِّلَاحَ؟ قَالَ: «شَارَكْتَ الْقَوْمَ إِذًا» . قُلْتُ: فَكَيْفَ أَصْنَعُ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «إِنْ خَشِيتَ أَنْ يَبْهَرَكَ شُعَاعُ السَّيْفِ فَأَلْقِ نَاحِيَةَ ثَوْبِكَ عَلَى وَجْهِكَ لِيَبُوءَ بإِثمك وإِثمه» . رَوَاهُ أَبُو دَاوُد
হাদীসের ব্যাখ্যা:
হযরত শাহ্ ওয়ালী উল্লাহ্ মুহাদ্দিসে দেহলবী (রহঃ) বলিয়াছেন, হযরত হোসাইনের শাহাদত ও কারবালার ঘটনার পর তেষট্টি (৬৩) হিজরীতে ইয়াযীদ ইবনে মুআবিয়া তাহার সেনাপতি মুসলিম ইবনে উকবা মিররী-এর নেতৃত্বে মদীনায় যে অভিযান চালায় এবং মদীনার অনতিদূরে হাররা নামক স্থানে যে অমানুষিক রক্তপাত ঘটায়, যাহা তিন দিন অথবা পাঁচ দিন চলিতে থাকে, ‘রক্তে নদী-নালা প্রবাহিত হইবে' দ্বারা সেই দিকে ইংগিত করা হইয়াছে। আর ‘মুখের উপর কাপড় ঢালিয়া রাখিবে' ইহার অর্থ হইল, ফিতনার সময়, অস্ত্র ধারণ করা উচিত নহে ; বরং এমনভাবে ধৈর্যধারণ কর যেমন কাবিলের সম্মুখে হাবিল করিয়াছিল।
