মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৮- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা

হাদীস নং: ৫৩৯৮
দ্বিতীয় অনুচ্ছেদ
৫৩৯৮। হযরত আব্দুল্লাহ্ ইবনে আমর ইবনুল আস (রাঃ) হইতে বর্ণিত, একদা নবী (ﷺ) তাঁহাকে লক্ষ্য করিয়া বলিলেনঃ হে আব্দুল্লাহ্! তখন তোমার কি অবস্থা হইবে? যখন তুমি নিকৃষ্ট ও ইতর লোকদের মধ্যে থাকিয়া যাইবে, তাহাদের অঙ্গীকার ও আমানতের মধ্যে ভেজাল আসিয়া যাইবে এবং পরস্পরে বিরোধে লিপ্ত হইয়া পড়িবে। তাহাদের অবস্থা হইবে এইরূপ এবং (এই কথা বলিয়া তিনি) উভয় হাতের অঙ্গুলীসমূহকে পরস্পরের মধ্যে ঢুকাইলেন। আব্দুল্লাহ্ বলিলেন, তখন আমার করণীয় কাজ কি হইবে, আপনিই আমাকে নির্দেশ করুন। তখন নবী (ﷺ) বলিলেন; যেই কাজটি তুমি সত্য ও ভাল বলিয়া জান, কেবলমাত্র তাহাই করিবে এবং যাহা অসত্য ও মন্দ বলিয়া জান তাহা বর্জন করিবে; আর শুধু নিজের আত্মরক্ষার চেষ্টা করিবে এবং সাধারণ মানুষ হইতে নিজেকে দূরে সরাইয়া রাখিবে। অপর এক বর্ণনায় আছে—আপন ঘরে বসিয়া থাক, নিজের মুখ ও রসনাকে আপন আয়ত্তে রাখ। আর যাহা ভাল মনে কর, শুধু তাহাই কর এবং মন্দকে বর্জন কর। কেবলমাত্র নিজের ব্যাপারে সচেতন থাক এবং সর্বসাধারণ মানুষ সম্পর্কে চিন্তা-ভাবনা পরিহার কর। —তিরমিযী। এবং তিনি বলিয়াছেন, হাদীসটি সহীহ্।
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «كَيْفَ بِكَ إِذَا أُبْقِيتَ فِي حُثَالَةٍ مِنَ النَّاسِ مَرَجَتْ عُهُودُهُمْ وَأَمَانَاتُهُمْ؟ وَاخْتَلَفُوا فَكَانُوا هَكَذَا؟» وَشَبَّكَ بَيْنَ أَصَابِعِهِ. قَالَ: فَبِمَ تَأْمُرُنِي؟ قَالَ: «عَلَيْكَ بِمَا تَعْرِفُ وَدَعْ مَا تُنْكِرُ وَعَلَيْكَ بِخَاصَّةِ نَفْسِكَ وَإِيَّاكَ وَعَوَامِّهِمْ» . وَفِي رِوَايَةٍ: «الْزَمْ بَيْتَكَ وَأَمْلِكْ عَلَيْكَ لِسَانَكَ وَخُذْ مَا تَعْرِفُ وَدَعْ مَا تُنْكِرُ وَعَلَيْكَ بِأَمْرِ خَاصَّةِ نَفْسِكَ ودع أَمر الْعَامَّة» . رَوَاهُ التِّرْمِذِيّ وَصَححهُ

হাদীসের ব্যাখ্যা:

'নিজেকে নিজে বাঁচাইয়া চল'—ইহার তাৎপর্য হইল, যখন মন্দ লোকদের দৌরাত্ম্য ব্যাপকভাবে বৃদ্ধি পাইবে এবং ভাল ও সৎলোকের সংখ্যা তুলনামূলকভাবে কমিয়া যাইবে। আর সৎ উপদেশের ফলাফলের আশা তিরোহিত হইয়া পড়িবে, তখন 'ভাল কাজের আদেশ ও খারাপ কাজে নিষেধ' বর্জন করার অনুমতি আছে। (আত্ তা'লীক)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৫৩৯৮ | মুসলিম বাংলা