মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৮- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা

হাদীস নং: ৫৩৯৫
দ্বিতীয় অনুচ্ছেদ
৫৩৯৫। হযরত সাফীনা (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলিতে শুনিয়াছি, তিনি বলিয়াছেনঃ খেলাফত (নবুওতের তরীকায়) ত্রিশ বংসর বহাল থাকিবে। অতঃপর উহা মুলূকিয়াতে (রাজতন্ত্রে) পরিবর্তিত হইয়া যাইবে। ব্ণনাকারী সাফীনা (রাঃ) বলেন, উহা এইভাবে গণনা করিয়া লও-হযরত আবু বকর (রাঃ)-এর খেলাফতকাল দুই বংসর। হযরত উমর (রাঃ)-এর খেলাফত দশ বংসর, হযরত ওসমান (রাঃ)এর বার বৎসর এবং হযরত আলী (রাঃ)-এর ছয় বৎসর। —আহমদ, তিরমিযী ও আবু দাউদ
وَعَن سفينة قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «الْخِلَافَةُ ثَلَاثُونَ سَنَةً ثُمَّ تَكُونُ مُلْكًا» . ثُمَّ يَقُولُ سَفِينَةُ: أَمْسِكْ: خِلَافَةَ أَبِي بَكْرٍ سَنَتَيْنِ وَخِلَافَةَ عُمَرَ عَشْرَةً وَعُثْمَانَ اثْنَتَيْ عَشْرَةَ وَعَلِيٍّ سِتَّةً. رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ

হাদীসের ব্যাখ্যা:

আলোচ্য হাদীসে পূর্ণ বৎসরের ভাংতি মাসগুলিকে কোথাও বর্ধিত আবার কোথাও হ্রাস করা হইয়াছে। তবে সহীহ্ রেওয়ায়ত মতে—আবু বকরের খেলাফতকাল দুই বৎসর চার মাস, উমরের দশ বৎসর ছয় মাস, ওসমানের বার বৎসর, আলীর চার বৎসর নয় মাস এবং ইমাম হাসানের পাঁচ মাস। সর্বমোট ত্রিশ বৎসর। সুতরাং হযরত হাসানও খোলাফায়ে রাশেদীনের অন্তর্ভুক্ত কিন্তু যেহেতু তাঁহার সময়কাল এক বৎসরও পূর্ণ হয় নাই এবং দৃঢ়ভাবে শাসন ক্ষমতা পরিচালনার সুযোগ পান নাই, এই জন্য সাধারণভাবে তাঁহার নাম উল্লেখ করা হয় না।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৫৩৯৫ | মুসলিম বাংলা