মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৮- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা
হাদীস নং: ৫৩৯৪
দ্বিতীয় অনুচ্ছেদ
৫৩৯৪। হযরত সওবান (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ আমি আমার উম্মতের ব্যাপারে পথভ্রষ্টকারী নেতাদের খুব বেশী ভয় করিতেছি। আর আমার উম্মতের উপরে যখন একবার তলোয়ার চলিতে থাকিবে, তখন আর কিয়ামত পর্যন্ত তাহাদের হইতে উহা উঠিবে না। — আবু দাউদ ও তিরমিযী
وَعَنْ ثَوْبَانَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّمَا أَخَافُ عَلَى أُمَّتِي الْأَئِمَّةَ الْمُضِلِّينَ وَإِذَا وُضِعَ السَّيْفُ فِي أُمَّتِي لَمْ يُرْفَعْ عَنْهُمْ إِلَى يَوْمِ الْقِيَامَةِ» . رَوَاهُ أَبُو دَاوُد والترمذيُّ
হাদীসের ব্যাখ্যা:
‘পথভ্রষ্টকারী নেতা' দ্বারা গোমরাহ, বেদ'আতী ও বেশরীঅতী আলেম, পীর অথবা যালিম নেতা ও শাসক, যাহারা অনৈসলামিক কাজের দিকে মানুষদিগকে আহ্বান করে তাহাদিগকে বুঝান হইয়াছে। হযরত ওসমান (রাঃ)-এর উপর প্রথম তলোয়ার চালানো হইয়াছে, যাহা অদ্যাবধি উঠে নাই এবং কিয়ামত পর্যন্ত উহা উঠার সম্ভাবনাও নাই।
