মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৮- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা

হাদীস নং: ৫৩৯৩
দ্বিতীয় অনুচ্ছেদ
৫৩৯৩। হযরত হাযাইফা (রাঃ) বলেন, আল্লাহ্র কসম! আমি বলিতে পারি না যে, আমার বন্ধুগণ (সাহাবায়ে কেরামগণ) কি প্রকৃতই ভুলিয়া গিয়াছেন ? নাকি, না ভুলিয়াও ভুলার ভান করিয়া আছেন ? আল্লাহর কসম করিয়া বলিতেছি, রাসূলুল্লাহ্ (ﷺ) এমন কোন ফিতনাকারীর আলোেচনা বাদ রাখেন নাই, যে কিয়ামত পর্যন্ত আবির্ভৃত হইবে এবং তাহার সাথে উক্ত ফিতনা সৃষ্টিকারীদের সংখ্যা তিন শত বা তাহারও অধিক পর্যন্ত পৌঁছিবে। বরং তিনি ঐ ব্যক্তির নাম, তাহার পিতার নাম এবং তাহার বংশপরিচয়ও আমাদিগকে বর্ণনা করিয়াছেন।—আবু দাউদ
الْفَصْل الثَّانِي
عَنْ حُذَيْفَةَ قَالَ: وَاللَّهِ مَا أَدْرِي أَنَسِيَ أَصْحَابِي أَمْ تَنَاسَوْا؟ وَاللَّهِ مَا تَرَكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ قَائِدِ فِتْنَةٍ إِلَى أَنْ تَنْقَضِيَ الدُّنْيَا يَبْلُغُ مَنْ مَعَهُ ثَلَاثَمِائَةٍ فَصَاعِدًا إِلَّا قَدْ سَمَّاهُ لَنَا بِاسْمِهِ وَاسْمِ أَبِيهِ واسمِ قبيلتِه. رَوَاهُ أَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

ফিতনা সৃষ্টির নায়ক প্রথমে একজন হইলেও পরবর্তীতে তাহার অনুসারীর সংখ্যা হইবে অনেক। সুতরাং হাদীসে তিন শতের কথা উল্লেখ থাকিলেও উহার মধ্যে কম-বেশী হইতে পারে। তাহারা দ্বীনের মধ্যে বেদ'আত, গোমরাহী এবং মুসলমানদের মধ্যে বিবাদ সৃষ্টি করিবে এবং অত্যাচারী শাসকের সহযোগিতা করিবে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৫৩৯৩ | মুসলিম বাংলা