মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৮- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা
হাদীস নং: ৫৩৮৯
প্রথম অনুচ্ছেদ
৫৩৮৯। হযরত আবু হোরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলিয়াছেন: সময় সংকীর্ণ হইয়া যাইবে। এলম তুলিয়া নেওয়া হইবে। ফিত্না-ফ্যাসাদ বৃদ্ধি পাইবে, কৃপণতা দেখা দিবে এবং 'হারজের আধিক্য হইবে। লোকেরা জিজ্ঞাসা করিল, 'হারজ' কী? তিনি বলিলেন; হত্যা। -মোত্তাঃ
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَتَقَارَبُ الزَّمَانُ وَيُقْبَضُ الْعِلَمُ وَتَظْهَرُ الْفِتَنُ وَيُلْقَى الشُّحُّ وَيَكْثُرُ الْهَرْجُ» قَالُوا: وَمَا الْهَرْجُ؟ قَالَ: «الْقَتْلُ» . مُتَّفَقٌ عَلَيْهِ
হাদীসের ব্যাখ্যা:
অর্থাৎ, মানুষ তাহার হায়াত ও সময়ে বরকত পাইবে না। এম উঠিয়া যাইবে অর্থাৎ, শরীঅত বিশেষজ্ঞ আলেম থাকিবে না, তদস্থলে অজ্ঞ-মূর্খ লোকদের দৌরাত্ম্য বাড়িয়া যাইবে। ফলে সর্বত্র বিশৃংখলা ও খুন-খারাবী ব্যাপকভাবে দেখা দিবে।
