মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৮- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা
হাদীস নং: ৫৩৮৮
প্রথম অনুচ্ছেদ
৫৩৮৮। হযরত আবু হোরায়রা (রাঃ) বলেন, রাসুলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলিয়াছেন কুরাইশের কতিপয় যুবকের হাতেই আমার উম্মতের ধ্বংস নিহিত। -বুখারী
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَلَكَةُ أُمَّتِي عَلَى يَدَي غِلْمةٍ مِنْ قُرْيشٍ» . رَوَاهُ البُخَارِيّ
হাদীসের ব্যাখ্যা:
এখানে 'উম্মত' দ্বারা সাহাবায়ে কেরাম ও নেতৃস্থানীয় ইমামগণকে বুঝান হইয়াছে এবং 'যুবক' দ্বারা অনভিজ্ঞ ও অর্বাচীন ছেলের দলের দিকে ইংগিত করা হইয়াছে। যাহারা ‘খোলাফায়ে রাশেদার' পরে শাসন ক্ষমতায় বসিয়া ইসলামের ইতিহাসকে কলঙ্কিত করিয়াছিল। যেমন—ইয়াযীদ ও আব্দুল মালেক ইবনে মারওয়ান। অপর এক বর্ণনায় আছে, হযরত আবু হোরায়রা (রাঃ) অর্থাৎ, ষাট হিজরীর ফিতনা ও যুবকদের নেতৃত্ব হইতে আল্লাহর নিকট পানাহ্ চাহিতেন। বস্তুতঃ উহা ছিল ইয়াযীদের শাসনামল। (মিরকাত, ফতহুল বারী ও তা'লীক)
