মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৮- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা
হাদীস নং: ৫৩৮৭
প্রথম অনুচ্ছেদ
৫৩৮৭। হযরত উসামা ইবনে যায়দ (রাঃ) বলেন, একদা নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদীনার একটি গৃহের উপর আরোহণ করিয়া (লোকদিগকে) বলিলেন : আমি যাহা কিছু দেখিতেছি তোমরাও কি তাহা দেখিতেছ ? তাহারা বলিলেন, জি না। তিনি বলিলেন ; আমি দেখিতেছি যে, তোমাদের গৃহের ফাঁকে ফাঁকে বৃষ্টির ন্যায় ফিতনা পতিত হইতেছে। মোত্তা :
وَعَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ قَالَ: أَشْرَفَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى أُطُمٍ مِنْ آطَامِ الْمَدِينَةِ فَقَالَ: هَلْ تَرَوْنَ مَا أَرَى؟ قَالُوا: لَا. قَالَ: «فَإِنِّي لأرى الْفِتَن خلال بُيُوتكُمْ كوقع الْمَطَر» . مُتَّفق عَلَيْهِ
হাদীসের ব্যাখ্যা:
অনেকের ধারণা, এই হাদীসে হযরত ওসমানের শাহাদতের ফিতনা এবং পরবর্তী সময় মদীনায় সংঘটিত 'হাররা' যুদ্ধের ধ্বংসলীলার প্রতি ইঙ্গিত করা হইয়াছে ।
