মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৭- নম্রতা ও যুহদের অধ্যায়
হাদীস নং: ৫৩৭৫
দ্বিতীয় অনুচ্ছেদ - ভীতি প্রদর্শন ও সতর্কীকরণ
৫৩৭৫। হযরত আবু উবায়দাহ্ ও মুয়ায ইবনে জাবাল (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ এই দ্বীনের (ইসলামের) সূচনা হইয়াছে নুবুওয়ত ও রহমতের দ্বারা। অতঃপর আসিবে খেলাফত ও রহমত (-এর যুগ) তারপর আসিবে অত্যাচারী বাদশাহদের যুগ। ইহার পর আসিবে কঠোরতা উচ্ছৃংখলতা ও দেশে বিপর্যয় সৃষ্টিকারীর যুগ। তাহারা রেশমী কাপড় পরিধান করা, অবৈধভাবে নারীদের লজ্জাস্থান উপভোগ করা এবং মদ্য পান করাকে হালাল মনে করিবে। এতদ্সত্ত্বেও তাহাদিগকে রি দেওয়া হইবে এবং (দুনিয়াবী কাজে) তাহাদিগকে সাহায্য করা হইবে। অবশেষে এই পাপের মধ্যে লিপ্ত থাকিয়া কিয়ামতে আল্লাহর সম্মুখে উপস্থিত হইবে। – বায়হাকী
وَعَنْ أَبِي عُبَيْدَةَ وَمُعَاذِ بْنِ جَبَلٍ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ هَذَا الْأَمْرَ بَدَأَ نُبُوَّةً وَرَحْمَةً ثُمَّ يَكُونُ خِلَافَةً وَرَحْمَةً ثُمَّ مُلْكًا عَضُوضًا ثُمَّ كَانَ جَبْرِيَّةً وَعُتُوًّا وَفَسَادًا فِي الْأَرْضِ يَسْتَحِلُّونَ الْحَرِيرَ وَالْفُرُوجَ وَالْخُمُورَ يُرْزَقُونَ عَلَى ذَلِكَ وَيُنْصَرُونَ حَتَّى يَلْقَوُا اللَّهَ» رَوَاهُ الْبَيْهَقِيُّ فِي «شُعَبِ الْإِيمَانِ»
হাদীসের ব্যাখ্যা:
অর্থাৎ, আল্লাহর নীতি হইল দুনিয়াতে পাপের দরুন রিযক নষ্ট বা বন্ধ করা হইবে না কিংবা ব্যাপকভাবে ধ্বংস বা বিপদে পতিত করা হইবে না। অবশ্য পরকালে নিজ আমল অনুযায়ী প্রতিদানপ্রাপ্ত হইবে।
