মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৭- নম্রতা ও যুহদের অধ্যায়

হাদীস নং: ৫৩৭৪
দ্বিতীয় অনুচ্ছেদ - ভীতি প্রদর্শন ও সতর্কীকরণ
৫৩৭৪। হযরত আবু মুসা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ আমার এই উম্মত আল্লাহর রহমতপ্রাপ্ত উম্মত, তাহাদের উপর পরকালে আযাব হইবে না। তবে দুনিয়াতে তাহাদের আযাব হইল ফেত্না, ভূমিকম্প ও হত্যাযজ্ঞ। –আবু দাউদ
الْفَصْل الثَّانِي
عَنْ أَبِي مُوسَى قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أُمَّتِي هَذِهِ أُمَّةٌ مَرْحُومَةٌ لَيْسَ عَلَيْهَا عَذَابٌ فِي الْآخِرَةِ عَذَابُهَا فِي الدُّنْيَا: الْفِتَنُ وَالزَّلَازِلُ وَالْقَتْلُ . رَوَاهُ أَبُو دَاوُدَ

হাদীসের ব্যাখ্যা:

“পরকালে আযাব হইবে না” অর্থ চিরস্থায়ীভাবে আযাব ভোগ করিবে না অথবা পূর্ব উম্মতগণের ন্যায় কঠোর শাস্তির সম্মুখীন হইবে না; বরং দুনিয়াতে তাহাদের উপর যে সকল বিপদ আসে উহাতে তাহাদের গুনাহ্ মাফ হইয়া যাইবে এবং তাহাদের মর্যাদা বুলন্দ হইবে, যাহা একমাত্র উম্মতে মুহাম্মদীরই বৈশিষ্ট্য।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৫৩৭৪ | মুসলিম বাংলা