মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৭- নম্রতা ও যুহদের অধ্যায়
হাদীস নং: ৫৩৭৭
দ্বিতীয় অনুচ্ছেদ - ভীতি প্রদর্শন ও সতর্কীকরণ
৫৩৭৭। হযরত আয়েশা (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলিতে শুনিয়াছি, সর্বপ্রথম যেই জিনিসকে উল্টাইয়া দেওয়া হইবে–বর্ণনাকারী যায়েদ ইবনে ইয়াহ্ইয়া বলেন—অর্থাৎ, ইসলামী বিধানসমূহ হইতে যেইভাবে কোন পাত্রকে উল্টাইয়া দেওয়া হয় তাহা হইবে শরাবের ব্যাপারটি। তখন জিজ্ঞাসা করা হইল; ইয়া রাসূলাল্লাহ্! উহা কিভাবে হইবে? অথচ শরাব যে হারাম, উহার বিধান তো আল্লাহ্ তা'আলা সুস্পষ্টভাবে বলিয়া দিয়াছেন। তখন তিনি বলিলেনঃ তাহারা অন্য নামে উহার নামকরণ করিয়া হালাল সাব্যস্ত করিয়া লইবে। —দারেমী
وَعَنْ عَائِشَةَ قَالَتْ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: إِنَّ أَوَّلَ مَا يُكْفَأُ - قَالَ زَيْدُ بْنُ يَحْيَى الرَّاوِيُّ: يَعْنِي الْإِسْلَامَ - كَمَا يُكْفَأُ الْإِنَاءُ يَعْنِي الْخَمْرَ. قِيلَ: فَكَيْفَ يَا رَسُولَ اللَّهِ وَقَدْ بَيَّنَ اللَّهُ فِيهَا مابين؟ قَالَ: «يُسَمُّونَهَا بِغَيْرِ اسْمِهَا فَيَسْتَحِلُّونَهَا» . رَوَاهُ الدَّارِمِيُّ
হাদীসের ব্যাখ্যা:
এই ভবিষ্যদ্বাণীর উদ্দেশ্য হইল, ইসলামী বিধানসমূহের মধ্যে অনেক কিছু রদবদল ও উলট-পালট করা হইবে, তবে লোকজন সর্বপ্রথম শরাবের বিধান লঙ্ঘন করিবে এবং উহার নাম পরিবর্তন করিয়া তাহা হালাল বলিয়া প্রচার করা হইবে। যেমন, বর্তমান যুগে ব্রান্ডি, হুইস্কী, মৃতসঞ্জীবনী সুধা ও সুরা, রেকটিফাইড স্প্রীট প্রভৃতি নামে নির্বিঘ্নে শরাব পান করা হইতেছে।
