মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৭- নম্রতা ও যুহদের অধ্যায়
হাদীস নং: ৫৩৭৮
তৃতীয় অনুচ্ছেদ - ভীতি প্রদর্শন ও সতর্কীকরণ
৫৩৭৮। নো'মান ইবনে বাশীর (রঃ) হযরত হোযাইফা (রাঃ) হইতে বর্ণনা করিয়াছেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ আল্লাহ্ যতদিন ইচ্ছা করিবেন ততদিন তোমাদের মধ্যে নুবুওয়ত পরিপূর্ণভাবে বিদ্যমান থাকিবে। অতঃপর আল্লাহ্ উহাকে তুলিয়া নিবেন, তারপর আল্লাহ্ যতদিন চাহিবেন ততদিন নুবুওয়তের তরীকানুযায়ী খেলাফত থাকিবে। অতঃপর একসময় উহাও তুলিয়া নিবেন। তারপর প্রতিষ্ঠিত হইবে দংশনকারী বাদশাহী। আল্লাহর ইচ্ছানুযায়ী উহা যতদিন থাকার থাকিবে, পরে একসময় উহাকেও তুলিয়া নিবেন। অতঃপর চাপিয়া বসিবে একনায়কত্ব, অপ্রতিরোধ্য রাজতন্ত্র। আল্লাহর ইচ্ছা যতদিন থাকার থাকিবে, পরে উহাকেও তুলিয়া নিবেন। তারপর আবার পুনরায় প্রতিষ্ঠিত হইবে নুবুওয়তের তরীকায় খেলাফত। এই পর্যন্ত বলার পর হুযুর (ﷺ) নীরব হইলেন। বর্ণনাকারী হাবীব বলেন, যখন হযরত উমর ইবনে আব্দুল আযীয খলীফা হইলেন তখন আমি তাঁহাকে এই হাদীসটি লিখিয়া পাঠাইলাম এবং রাসূলুল্লাহ্ (ﷺ)-এর ভবিষ্যদ্বাণীটি তাঁহাকে স্মরণ করাইয়া দিলাম, আর বলিলামঃ দংশনকারী ও একনায়কত্ববাদী রাজতন্ত্রের পর আমি আশা করি আপনিই সেই আমীরুল মু'মিনীন বা খলীফা [যাঁহার কথা রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়া গিয়াছেন।] ইহাতে তিনি অর্থাৎ, ওমর ইবনে আব্দুল আযীয আনন্দ ও সন্তুষ্টি প্রকাশ করেন। — আহমদ ও বায়হাকী তাঁহার দালায়েলুন নুবুওয়ত গ্রন্থে
اَلْفصْلُ الثَّالِثُ
عَن النُّعْمَان بن بشير عَنْ حُذَيْفَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَكُونُ النُّبُوَّةُ فِيكُمْ مَا شَاءَ اللَّهُ أَنْ تَكُونَ ثُمَّ يَرْفَعُهَا اللَّهُ تَعَالَى ثُمَّ تَكُونُ خِلَافَةً عَلَى مِنْهَاجِ النُّبُوَّةِ مَا شَاءَ اللَّهُ أَنْ تَكُونَ ثُمَّ يَرْفَعُهَا اللَّهُ تَعَالَى ثُمَّ تَكُونُ مُلْكًا عَاضًّا فَتَكُونُ مَا شَاءَ اللَّهُ أَنْ تَكُونَ ثُمَّ يَرْفَعُهَا اللَّهُ تَعَالَى ثُمَّ تَكُونُ مُلْكًا جَبْرِيَّةً فَيَكُونُ مَا شَاءَ اللَّهُ أَنْ يَكُونَ ثُمَّ يَرْفَعُهَا اللَّهُ تَعَالَى ثُمَّ تَكُونُ خِلَافَةً عَلَى مِنْهَاجِ نُبُوَّةٍ» ثُمَّ سَكَتَ قَالَ حَبِيبٌ: فَلَمَّا قَامَ عُمَرُ بْنُ عَبْدِ الْعَزِيزِ كَتَبْتُ إِلَيْهِ بِهَذَا الْحَدِيثِ أُذَكِّرُهُ إِيَّاهُ وَقُلْتُ: أَرْجُو أَنْ تَكُونَ أَمِيرَ الْمُؤْمِنِينَ بَعْدَ الْمُلْكِ الْعَاضِّ وَالْجَبْرِيَّةِ فَسُرَّ بِهِ وَأَعْجَبَهُ يَعْنِي عُمَرُ بْنُ عَبْدِ الْعَزِيزِ. رَوَاهُ أَحْمد وَالْبَيْهَقِيّ فِي «دَلَائِل النُّبُوَّة»
হাদীসের ব্যাখ্যা:
অধিকাংশ ওলামার মতে সর্বশেষ নুবুওয়তের তরীকায় যেই খেলাফত প্রতিষ্ঠিত হইবে বলিয়া হুযূর (ﷺ) ভবিষ্যদ্বাণী করিয়াছেন উহা দ্বারা হযরত ঈসা (আঃ)-এর পুনরায় দুনিয়াতে আগমন ও ইমাম মাহ্দী (আঃ)-এর যমানার প্রতি ইংগিত করা হইয়াছে।
