মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৭- নম্রতা ও যুহদের অধ্যায়

হাদীস নং: ৫৩৭২
প্রথম অনুচ্ছেদ - ভীতি প্রদর্শন ও সতর্কীকরণ
৫৩৭২। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, যখন অর্থ : وَأَنذِرْ عَشِيرَتَكَ الْأَقْرَبِينَ “(হে নবী!) তোমার নিকটাত্মীয়দিগকে সাবধান করিয়া দাও' নাযিল হয় তখন নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে উঠিলেন এবং হে বনী ফিহর। হে বনী আদী বলিয়া কুরাইশদের বিভিন্ন গোত্রকে উচ্চঃস্বরে ডাক দিলেন, ইহাতে তাহারা সকলে সমবেত হইয়া গেল। অতঃপর তিনি বলিলেন: বল তো, আমি যদি এখন তোমাদিগকে বলি যে, এই পাহাড়ের উপত্যকায় একটি অশ্বারোহী সৈন্যবাহিনী তোমাদের উপর অতর্কিতে আক্রমণের জন্য প্রস্তুত রহিয়াছে, তবে কি তোমরা আমাকে বিশ্বাস করিবে? সমবেত সকলে বলিল হ্যাঁ, কারণ আমরা আপনাকে সর্বদা সত্যবাদীই পাইয়াছি। তখন তিনি বলিলেন: “আমি তোমাদিগকে সম্মুখে একটি কঠিন আযাব সম্পর্কে সাবধান করিয়া দিতেছি।" এই কথা শুনিয়া আবু লাহাব বলিল, সারাটা জীবন তোমার বিনাশ হউক। তুমি কি এইজনাই আমাদিগকে একত্রিত করিয়াছ? তখন নাযিল হইল تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ অর্থ ঃ আবু লাহাবের উভয় হাত ধ্বংস হউক এবং তাহার বিনাশ হউক। —মোত্তাঃ। অপর এক রেওয়ায়তে আছে, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন হে আব্দে মানাফের বংশধর। প্রকৃতপক্ষে আমার ও তোমাদের দৃষ্টান্ত হইল সেই ব্যক্তির ন্যায়, যে শত্রুসৈন্যকে দেখিয়া আপন কওমকে বাচানোর জন্য চলিল, অতঃপর আশংকা করিল যে, দুশমন তাহাদের উপর আগে আসিয়া আক্রমণ করিয়া বসিতে পারে। তাই সে উচ্চঃস্বরে বলিয়া সতর্ক করিতে লাগিল। বুখারী
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: لَمَّا نَزَلَتْ (وَأَنْذِرْ عشيرتك الْأَقْرَبين) صَعِدَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الصَّفَا فَجَعَلَ يُنَادِي: «يَا بَنِي فِهْرٍ يَا بَنِي عَدِيٍّ» لِبُطُونِ قُرَيْشٍ حَتَّى اجْتَمَعُوا فَقَالَ: «أَرَأَيْتَكُمْ لَوْ أَخْبَرْتُكُمْ أَنَّ خَيْلًا بِالْوَادِي تُرِيدُ أَنْ تُغِيرَ عَلَيْكُمْ أَكُنْتُمْ مُصَدِّقِيَّ؟ » قَالُوا: نَعَمْ مَا جَرَّبْنَا عَلَيْكَ إِلَّا صِدْقًا. قَالَ: «فَإِنِّي نَذِيرٌ لَكُمْ بَيْنَ يَدَيْ عَذَابٌ شَدِيدٌ» . فَقَالَ أَبُو لَهَبٍ: تَبًّا لَكَ سَائِرَ الْيَوْمَ أَلِهَذَا جَمَعْتَنَا؟ فَنَزَلَتْ: (تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ وَتَبَّ) مُتَّفَقٌ عَلَيْهِ. وَفِي رِوَايَةٍ نَادَى: «يَا بَنِي عَبْدِ مَنَافٍ إِنَّمَا مَثَلِي وَمَثَلُكُمْ كَمَثَلِ رَجُلٍ رَأَى الْعَدُوَّ فَانْطَلَقَ يَرْبَأُ أَهْلَهُ فَخَشِيَ أَنْ يسبقوه فَجعل يَهْتِف يَا صَبَاحَاه»

হাদীসের ব্যাখ্যা:

ياصباحاه অর্থাৎ, হে আমার কওম! শত্রুর প্রাতঃকালীন আক্রমণ হইতে বাঁচ, ইহা লোকদিগকে একত্রিত করিয়া শত্রুর আক্রমণ হইতে সাবধান করিবার জন্য তৎকালীন আরব সমাজে প্রচলিত একটি সংকেতধ্বনি।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৫৩৭২ | মুসলিম বাংলা