মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৭- নম্রতা ও যুহদের অধ্যায়

হাদীস নং: ৫৩৬৩
দ্বিতীয় অনুচ্ছেদ - মানুষের মধ্যে পরিবর্তন আসা
৫৩৬৩। হযরত ইবনে উমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যখন আমার উম্মত গর্বভরে চলিতে লাগিবে এবং রাজা-বাদশাহদের সন্তানরা তথা পারস্য ও রোমের রাজকুমাররা ইহাদের খেদমতে নিয়োজিত হইবে, তখন আল্লাহ্ তা'আলা উম্মতের মন্দ লোকদেরকে ভাল লোকদের উপর শাসক হিসাবে চাপাইয়া দিবেন। — তিরমিযী। তিনি বলিয়াছেন হাদীসটি গরীব।
الْفَصْل الثَّانِي
عَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا مَشَتْ أُمَّتِي الْمُطَيْطَاء وَخَدَمَتْهُمْ أَبْنَاءُ الْمُلُوكِ أَبْنَاءُ فَارِسَ وَالرُّومِ سَلَّطَ اللَّهُ شِرَارَهَا عَلَى خِيَارِهَا» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيث غَرِيب

হাদীসের ব্যাখ্যা:

এই হাদীসে ইংগিত রহিয়াছে যে, পারস্য ও রোম সাম্রাজ্য মুসলমানদের দখলে আসিবে, তাহাদের ধন-সম্পদ মুসলমানদের হস্তগত হইবে এবং তাহাদের বংশধরকে কয়েদ করিয়া গোলামে পরিণত করা হইবে। ইহার পরিণতিতে যখন মুসলমানদের মধ্যে অহংকার ও ভোগ-বিলাস বাড়িয়া যাইবে, তখন আল্লাহ্ তা'আলা তাহাদের উপর যালিম এবং অত্যাচারী শাসকদিগকে চাপাইয়া দিবেন। হযরত উমর ও উসমানের যুগ হইতে এই ভবিষ্যদ্বাণী পূর্ণ হইতে থাকে, রোম এবং পারস্য মুসলমানদের অধিকারে আসে। পরবর্তী যুগে যখন মুসলমানগণ ভোগ-বিলাসে লিপ্ত হইয়া পড়ে তখন শাস্তিস্বরূপ আল্লাহ্ তা'আলা তাহাদের উপর যালিম শাসকদের কর্তৃত্ব কায়েম করিয়া দেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৫৩৬৩ | মুসলিম বাংলা