মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৭- নম্রতা ও যুহদের অধ্যায়
হাদীস নং: ৫৩৬৪
- নম্রতা ও যুহদের অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ - মানুষের মধ্যে পরিবর্তন আসা
৫৩৬৪। হযরত হোযাইফা (রাঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ) বলিয়াছেনঃ সেই পর্যন্ত কিয়ামত কায়েম হইবে না, যেই পর্যন্ত তোমরা নিজেদের খলীফা বা বাদশাহকে হত্যা করিবে না, তলোয়ার দ্বারা পরস্পর যুদ্ধে লিপ্ত হইবে না এবং তোমাদের মধ্যে সর্বাপেক্ষা মন্দ ব্যক্তি তোমাদের দুনিয়ার মালিক (শাসক) হইবে না। – তিরমিযী
كتاب الرقاق
وَعَنْ حُذَيْفَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى تَقْتُلُوا إِمَامَكُمْ وَتَجْتَلِدُوا بأسيافكم ويرَث دنياكم شرارُكم» . رَوَاهُ التِّرْمِذِيّ