মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৭- নম্রতা ও যুহদের অধ্যায়
হাদীস নং: ৫৩৬২
প্রথম অনুচ্ছেদ - মানুষের মধ্যে পরিবর্তন আসা
৫৩৬২। হযরত মিরদাস আসলামী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: ভাল ও নেককার লোকেরা (পর্যায়ক্রমে) একের পর এক চলিয়া যাইবে! অতঃপর অবশিষ্টরা যব অথবা খেজুরের নিকৃষ্ট চিটার ন্যায় থাকিয়া যাইবে। আল্লাহ্ তা'আলা তাহাদের প্রতি কোন ভূক্ষেপ করিবেন না। -বুখারী
وَعَن مرداس الْأَسْلَمِيّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَذْهَبُ الصَّالِحُونَ الْأَوَّلُ فَالْأَوَّلُ وَتَبْقَى حُفَالَةٌ كَحُفَالَةِ الشَّعِيرِ أَوِ التَّمْرِ لَا يُبَالِيهِمُ اللَّهُ بالةً» . رَوَاهُ البُخَارِيّ
হাদীসের ব্যাখ্যা:
অর্থাৎ, ভাল ও নেককার লোকদের পরে যাহারা বাকী থাকিবে আল্লাহর কাছে তাহাদের কোন মূল্য থাকিবে না।
