মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৭- নম্রতা ও যুহদের অধ্যায়
হাদীস নং: ৫৩৬০
প্রথম অনুচ্ছেদ - মানুষের মধ্যে পরিবর্তন আসা
৫৩৬০। হযরত ইবনে উমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন : মানুষ উটের ন্যায়, যাহাদের একশতটির মধ্যে একটিকেও সওয়ারীর উপযুক্ত পাওয়া কঠিন হয়। -মোত্তাঃ
بَاب تغير النَّاس: الْفَصْل الأول
عَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّمَا النَّاسُ كَالْإِبِلِ الْمِائَةِ لَا تَكَادُ تَجِدُ فِيهَا رَاحِلَةً» . مُتَّفَقٌ عَلَيْهِ
হাদীসের ব্যাখ্যা:
রাসূলুল্লাহ্ (ﷺ)-এর আবির্ভাবের পর তাঁহার যমানায় মুসলমানদের মধ্যে দ্বীনের প্রতি যেই দৃঢ় আস্থা ও বিশ্বাস জন্মিয়াছিল, আল্লাহর কিতাব ও রাসূলের সুন্নতের প্রতি যেরূপ মজবুতী বিদ্যমান ছিল, পরবর্তীতে ইহাতে যে কি পরিবর্তন ঘটিবে, এই অধ্যায়ের হাদীসসমূহে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সেই সমস্ত ভবিষ্যদ্বাণীসমূহের বর্ণনা রহিয়াছে।
অর্থাৎ, গণনায়-সংখ্যায় অনেক হইলেও কাজের উপযোগী খুব কম। এই মর্মে আল্লাহ্ বলিয়াছেনঃ وَقَلِيلٌ مِّنْ عِبَادِيَ الشَّكُورُঅর্থাৎ, অঙ্গ-প্রত্যঙ্গে মানবরূপী হইলেও আচার- আচরণে, নৈতিক চরিত্রে খাঁটি লোকের সংখ্যা অতি বিরল।
অর্থাৎ, গণনায়-সংখ্যায় অনেক হইলেও কাজের উপযোগী খুব কম। এই মর্মে আল্লাহ্ বলিয়াছেনঃ وَقَلِيلٌ مِّنْ عِبَادِيَ الشَّكُورُঅর্থাৎ, অঙ্গ-প্রত্যঙ্গে মানবরূপী হইলেও আচার- আচরণে, নৈতিক চরিত্রে খাঁটি লোকের সংখ্যা অতি বিরল।
