মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৭- নম্রতা ও যুহদের অধ্যায়
হাদীস নং: ৫৩৫৯
তৃতীয় অনুচ্ছেদ - ভয় ও কান্না
৫৩৫৯। হযরত আব্দুল্লাহ্ ইবনে মাসউদ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে মু'মিন বান্দার আল্লাহ্র (আযাবের) ভয়ে দুই চক্ষু হইতে অশ্রু বাহির হয়, যদিও উহা মাছির মাথার পরিমাণ হয়, অতঃপর উহার কিছু তাহার চেহারার উপর গড়াইয়া পড়ে, আল্লাহ্ তাহার জন্য জাহান্নাম হারাম করিয়া দেন। – ইবনে মাজাহ্
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا مِنْ عَبْدٍ مُؤْمِنٍ يَخْرُجُ مِنْ عَيْنَيْهِ دُمُوعٌ وَإِنْ كَانَ مِثْلَ رَأْسِ الذُّبَابِ مِنْ خَشْيَةِ اللَّهِ ثُمَّ يُصِيبُ شَيْئًا مِنْ حَرِّ وَجْهِهِ إِلَّا حَرَّمَهُ اللَّهُ عَلَى النَّارِ» . رَوَاهُ ابْنُ مَاجَه
