মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৭- নম্রতা ও যুহদের অধ্যায়
হাদীস নং: ৫৩৫৮
তৃতীয় অনুচ্ছেদ - ভয় ও কান্না
৫৩৫৮। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ আমার পরওয়ারদেগার আমাকে নয়টি কাজের নির্দেশ দিয়াছেন।
(১) প্রকাশ্যে ও গোপনে যেন আল্লাহকে ভয় করি।
(২) ক্রোধ ও সন্তুষ্টি উভয় অবস্থাতে যেন ন্যায় কথা বলি।
(৩) অভাব ও সচ্ছলতা, উভয় অবস্থায় যেন মধ্যমপন্থা অবলম্বন করি।
(৪) যে আমার সহিত সম্পর্ক ছিন্ন করে তাহার সাথে যেন আত্মীয়তা বহাল রাখি।
(৫) যে আমাকে বঞ্চিত করে আমি যেন তাহাকে দান করি।
(৬) যে আমার প্রতি যুলম করে (প্রতিশোধ গ্রহণের শক্তি থাকা সত্ত্বেও) আমি যেন তাহাকে ক্ষমা করি।
(৭) নীরবতায় যেন আমি আল্লাহর চিন্তায় মগ্ন থাকি।
(৮) আমার বচন যেন আল্লাহর যিকরে পরিণত হয়।
(৯) আমার দৃষ্টি যেন উপদেশমূলক হয় এবং আমি যেন ভাল কাজের আদেশ করি। —রাযীন
(১) প্রকাশ্যে ও গোপনে যেন আল্লাহকে ভয় করি।
(২) ক্রোধ ও সন্তুষ্টি উভয় অবস্থাতে যেন ন্যায় কথা বলি।
(৩) অভাব ও সচ্ছলতা, উভয় অবস্থায় যেন মধ্যমপন্থা অবলম্বন করি।
(৪) যে আমার সহিত সম্পর্ক ছিন্ন করে তাহার সাথে যেন আত্মীয়তা বহাল রাখি।
(৫) যে আমাকে বঞ্চিত করে আমি যেন তাহাকে দান করি।
(৬) যে আমার প্রতি যুলম করে (প্রতিশোধ গ্রহণের শক্তি থাকা সত্ত্বেও) আমি যেন তাহাকে ক্ষমা করি।
(৭) নীরবতায় যেন আমি আল্লাহর চিন্তায় মগ্ন থাকি।
(৮) আমার বচন যেন আল্লাহর যিকরে পরিণত হয়।
(৯) আমার দৃষ্টি যেন উপদেশমূলক হয় এবং আমি যেন ভাল কাজের আদেশ করি। —রাযীন
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَمَرَنِي رَبِّي بِتِسْعٍ: خَشْيَةِ اللَّهِ فِي السِّرِّ وَالْعَلَانِيَةِ وَكَلِمَةِ الْعَدْلِ فِي الْغَضَبِ وَالرِّضَى وَالْقَصْدِ فِي الْفَقْرِ وَالْغِنَى وَأَنْ أَصِلَ مَنْ قَطَعَنِي وَأُعْطِي مَنْ حَرَمَنِي وَأَعْفُو عَمَّنْ ظَلَمَنِي وَأَنْ يَكُونَ صَمْتِي فِكْرًا وَنُطْقِي ذِكْرًا وَنَظَرِي عِبْرَةً وَآمُرُ بِالْعُرْفِ «وَقِيلَ» بِالْمَعْرُوفِ رَوَاهُ رزين
