মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৭- নম্রতা ও যুহদের অধ্যায়
হাদীস নং: ৫৩৫৩
দ্বিতীয় অনুচ্ছেদ - ভয় ও কান্না
৫৩৫৩। হযরত আবু জোহাইফা (রাঃ) বলেন, সাহাবায়ে কেরামগণ বলিলেন, ইয়া রাসূলাল্লাহ্! আপনি তো বৃদ্ধ হইয়া গিয়াছেন। তিনি বলিলেনঃ সূরায়ে হুদ ও অনুরূপ সূরাগুলিই আমাকে বৃদ্ধ করিয়া ফেলিয়াছে। —তিরমিযী
وَعَن أبي جُحَيْفَة قَالَ: قَالُوا: يَا رَسُولَ اللَّهِ قَدْ شِبْتَ. قَالَ: «شَيَّبَتْنِي سُورَةُ هُودٍ وَأَخَوَاتُهَا» . رَوَاهُ التِّرْمِذِيُّ
হাদীসের ব্যাখ্যা:
অর্থাৎ, কবর ও কিয়ামতের ভয়াবহতার দুশ্চিন্তাই আমাকে অকালে বৃদ্ধ করিয়া ফেলিয়াছে। সূরায়ে হুদসহ অন্যান্য সূরায় সে ভয়াবহ সংকটের কথা উল্লেখ রহিয়াছে। এইগুলির পরিপ্রেক্ষিতে নিজ উম্মতের অবস্থা কি হইবে সেই চিন্তায়ই তিনি অকালে বৃদ্ধ হইয়া গিয়াছেন।
