মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৭- নম্রতা ও যুহদের অধ্যায়

হাদীস নং: ৫৩৫৪
- নম্রতা ও যুহদের অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ - ভয় ও কান্না
৫৩৫৪। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, হযরত আবু বকর (রাঃ) বলিলেন, ইয়া রাসূলাল্লাহ্! আপনি তো বৃদ্ধ হইয়া গিয়াছেন। জবাবে তিনি বলিলেনঃ সূরায়ে হুদ, ওয়ার্কিআ, মুসালাত, আম্‌মা ইয়াতাসা-আলুন ও ইযাশশামসু কুব্বিরাত ইত্যাদিই আমাকে বৃদ্ধ করিয়া ফেলিয়াছে। —তিরমিযী। এই প্রসঙ্গে আবু হুরায়রা বর্ণিত হাদীস لَا يلج النَّار কিতাবুল জিহাদে বর্ণিত হইয়াছে।
كتاب الرقاق
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ أَبُو بَكْرٍ: يَا رَسُولَ اللَّهِ قَدْ شِبْتَ. قَالَ: شَيَّبَتْنِي (هود) و (المرسلات) و (عمَّ يتساءلون) و (إِذا الشَّمْسُ كُوِّرَتْ) رَوَاهُ التِّرْمِذِيُّ وَذُكِرَ حَدِيثُ أَبِي هريرةَ: لَا يلج النَّار «فِي» كتاب الْجِهَاد
tahqiqতাহকীক:তাহকীক চলমান