মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৭- নম্রতা ও যুহদের অধ্যায়

হাদীস নং: ৫৩৪৪
- নম্রতা ও যুহদের অধ্যায়
প্রথম অনুচ্ছেদ - ভয় ও কান্না
৫৩৪৪। হযরত ইবনে উমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যখন আল্লাহ্ তা'আলা কোন সম্প্রদায়ের প্রতি আযাব নাযিল করেন তখন উক্ত আযাব তাহাদের সকলকে পাইয়া বসে। অতঃপর আখেরাতে তাহাদিগকে আপন আপন আমল-মাফিক উত্থিত করা হইবে। —মোত্তাঃ
كتاب الرقاق
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا أَنْزَلَ اللَّهُ بِقَوْمٍ عَذَابًا أَصَابَ الْعَذَابُ مَنْ كَانَ فِيهِمْ ثُمَّ بُعِثُوا عَلَى أَعْمَالِهِمْ» . مُتَّفَقٌ عَلَيْهِ

হাদীসের ব্যাখ্যা:

অর্থাৎ, আযাবের কবলে নেককার ও বদকার সকলই পতিত হইবে। এবং পরকালে নিজ নিয়ত ও আমল মোতাবেক পুরস্কার বা শাস্তি ভোগ করিবে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান