মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৭- নম্রতা ও যুহদের অধ্যায়

হাদীস নং: ৫৩২৬
দ্বিতীয় অনুচ্ছেদ - লোক দেখানো ও শুনানোর ব্যাপারে বর্ণনা
৫৩২৬। হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ) বলিয়াছেনঃ কোন ব্যক্তি মন্দ হওয়ার জন্য ইহাই যথেষ্ট যে, দ্বীনদারী বা দুনিয়াবী উচ্চ মর্যাদার ব্যাপারে তাহার প্রতি অঙ্গুলী দ্বারা ইংগিত করা হয়। তবে সে-ই ইহার আওতায় পড়িবে না যাহাকে আল্লাহ্ হেফাযত করিয়াছেন। —বায়হাকী
وَعَنْ أَنَسٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «بِحَسب امريءٍ مِنَ الشَّرِّ أَنْ يُشَارَ إِلَيْهِ بِالْأَصَابِعِ فِي دِينٍ أَوْ دُنْيَا إِلَّا مَنْ عَصَمَهُ اللَّهُ» . رَوَاهُ الْبَيْهَقِيُّ فِي «شُعَبِ الْإِيمَانِ»

হাদীসের ব্যাখ্যা:

অর্থাৎ, যাহার দ্বীনদারীর কথা কিংবা দুনিয়াবী মান-মর্যাদার সুনাম মানুষের মধ্যে ছড়াইয়া পড়ে এমন ব্যক্তি সাধারণতঃ গর্ব-অহংকারে লিপ্ত হইয়া নিকৃষ্ট পরিণামের সম্মুখীন হয়। অবশ্য আল্লাহ্ যাঁহাদেরকে অন্তরের এই ব্যাধি হইতে নিরাপদে রাখিয়াছেন তাহাদের কথা স্বতন্ত্র।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৫৩২৬ | মুসলিম বাংলা